বাংলাহান্ট ডেস্ক: এই মুহূর্তে বলিউডের (bollywood) জনপ্রিয় গায়িকাদের মধ্যে অন্যতম হলেন নেহা কক্কর (neha kakkar)। অসাধারন গায়কীতে সকলকেই নিজের দিওয়ানা করে তুলেছেন তিনি। ইন্ডাস্ট্রির বেশ ব্যস্ত গায়িকা বলেও পরিচিত নেহা। একের পর এক নতুন গানের ভিডিও, অ্যালবাম প্রায়ই রিলিজ করতে দেখা যায় তাঁকে।
সোশ্যাল মিডিয়াতেও যে নেহা বেশ সক্রিয় থাকেন তা সকলেই জানেন। কখনও গান, কখনও ফটোশুটের ছবি শেয়ার করতে থাকেন তিনি। পাশাপাশি বহু বার বিভিন্ন সময় ট্রোল হতে হয়েছে নেহাকে। এবারেও সেটাই হল। নেহার সাম্প্রতিক পোস্ট করা কিছু ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে দেদার মিম।

আসলে সম্প্রতি নতুন এক গান ‘খাড় তেনু ম্যায় দস্সা’র পোস্টার শেয়ার করেন নেহা। মিউজিক ভিডিওটিতে নেহার সঙ্গে তাঁর স্বামী রোহনপ্রীত সিংকেও দেখা যাবে। সেই সঙ্গে কয়েকটি ছবিও শেয়ার করেছিলেন। সেখানে হলুদ ক্রপ টপ ও হটপ্যান্ট পরে রাস্তার উপর বসেই পোজ দিতে দেখা গিয়েছে নেহাকে।
https://www.instagram.com/p/CO7L4-XjP_H/?utm_medium=copy_link
আর এই ছবিগুলিই এখন মিম মেটিরিয়াল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এডিটের কারিকুরিতে রাস্তার বদলে নেহাকে বসানো হয়েছে কখনো টালির ছাদে কখনো বা শৌচাগারে। ট্রোলের ছড়াছড়ি নেটদুনিয়ায়। ছবিগুলি দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেটিজেনরা। আসলে তাদের মতে নেহার পোজগুলো খুব অদ্ভূত।

এর আগেও ভুয়ো বেবি বাম্পের ছবি পোস্ট করে চরম ট্রোলড হয়েছিলেন নেহা। রোহনপ্রীতের সঙ্গে বিয়ের দু মাস কাটতে না কাটতেই সন্তান আসতে চলার সুখবর জানান নেহা। নিজেই সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি শেয়ার করেন তিনি।

কিন্তু সকালের বেবি বাম্প দুপুর হতেই হঠাৎ হাওয়া! সকালে বেবি বাম্পের ছবি শেয়ার করেন নেহা। এদিনই দুপুরে মুম্বই বিমানবন্দরে স্বামী রোহনপ্রীতের সঙ্গে পাপারাজির ক্যামেরাবন্দি হন তিনি। কিন্তু তখন নেহার শরীরে বেবি বাম্পের চিহ্ন মাত্রও ছিল না।

এই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই তুমুল ক্ষেপে যায় নেটজনতা। জনপ্রিয়তা পাওয়ার জন্য ফের মিথ্যের আশ্রয় নিয়েছেন নেহা, এমনটাই অভিযোগ করতে থাকেন অনেকে। মা হওয়ার মতো এমন আবেগঘন একটি বিষয় নিয়ে কিকরে মিথ্যা বলতে পারেন নেহা? পরে অবশ্য নেহা জানান আগামী মিউজিক ভিডিওর প্রচারের জন্যই এমনটা করেছিলেন তিনি।





Made in India