বাংলাহান্ট ডেস্কঃ LPG গ্রাহকদের জন্য বড় খবর। নতুন মাসের শুরুতেই কমল ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক সিলিন্ডারের (commercial cylinder) দাম। গতমাসে একবার দামের পতনের পর, এই নতুন মাসে আবারও কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। তবে ১৪.২ কিলোর রান্নার গ্রাসের দাম কমেনি বলেই জানা গেছে।
IOC-র ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, দিল্লীতে ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক সিলিন্ডারের দাম আগে ছিল ১৫৯৫.৫০ টাকা। আর সেই দাম ১ লা জুন থেকে ১২২ টাকা কমে গিয়ে দাঁড়িয়েছে ১৪৭৩.৫০ টাকা। সরকারী পেট্রোলিয়াম কোম্পানি ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৪৫.৫০ টাকা কমানোর পর ১৬৪১ টাকা থেকে কমে দাঁড়িয়েছিল ১৫৯৫.৫০ টাকা।

জানিয়ে রাখি, দিল্লীতে গতমাসে মে মাসে ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৫৯৫.৫০ টাকা। তবে জুন মাসে সেই দাম কমে দাঁড়িয়েছে ১৪৭৩.৫০ টাকা।
মুম্বাইয়ে মে মাসে ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৫৪৫ টাকা। তবে জুন মাসে সেই দাম কমে দাঁড়িয়েছে ১৪২২.৫০ টাকা।
কলকাতার মে মাসে ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৬৬৭.৫০ টাকা। তবে জুন মাসে সেই দাম কমে দাঁড়িয়েছে ১৫৪৪.৫০ টাকা।
চেন্নাইয়ে মে মাসে ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৭২৫.৫০ টাকা। তবে জুন মাসে সেই দাম কমে দাঁড়িয়েছে ১৬০৩ টাকা।





Made in India