বাংলা হান্ট ডেস্কঃ রক্ষকই যখন ভক্ষক হয়ে যায়, তখন আর কিছু করার থাকে না। এরকমই ঘটনা ঘটে গেল হুগলি জেলার চুঁচুড়ার পাঙ্খাটুলিতে। সেখানে এক সৎ বাবার বিরুদ্ধে তাঁর ১১ বছরের নাবালিকা মেয়েকে হাত-পা বেঁধে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষিপ্ত এলাকাবাসী অভিযুক্ত বাবাকে লাইটপোস্টে বেঁধে বেধড়ক মারধোর করে পুলিশের হাতে তুলে দেয়।
প্রাপ্ত খবর অনুযায়ী, নাবালিকার মা বাড়িতে যখনই থাকত না তখনি তাঁর সৎ বাবা তাঁকে হাত-পা বেঁধে যৌন লালসা মেটাত। এমনকি নাবালিকা যেতে এই কথা কাউকে না জানায়, সেই জন্য তাঁকে প্রাণে মারার হুমকিও দিত ধর্ষক বাবার।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে নাবালিকাকে ভেঙে পড়তে দেখছে এলাকাবাসী। আর এরপরই আজ তাঁকে আজ কয়েকজন মিলে জিজ্ঞাসাবাদ চালায়। চাপে পড়ে সৎ বাবার কুকীর্তি তাঁদের সামনে বলে দেয় নির্যাতিতা। এরপরই ক্ষিপ্ত এলাকাবাসী নির্যাতিতার সৎ বাবাকে লাইটপোস্টে বেঁধে পেটায়। এরপর পুলিশে খবর দেওয়া হলে অভিযুক্তকে উদ্ধার করে তাঁকে গ্রেফতার করা হয়। এলাকার মানুষ ওই ব্যক্তির কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে।





Made in India