বাংলাহান্ট ডেস্ক: দুঃসময়ের মধ্যেও টলিউডে খুশির হাওয়া। আরো এক নতুন সদস্য বাড়লো টলি পরিবারে। মা হলেন অভিনেত্রী শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায় (srabanti banerjee)। তাঁর কোল আলো করে এল ফুটফুটে পুত্রসন্তান। সদ্যোজাতের প্রথম ছবি শেয়ার করে অনুরাগীদের আশীর্বাদ, ভালবাসা কোড়ালেন টেলি অভিনেত্রী।
গত ৭ জুলাই মা হয়েছেন শ্রাবন্তী। শহরের এক বেসরকারি হাসপাতালে ছেলের জন্ম দিয়েছেন তিনি। তবে সুখবরটা একটু দেরি করে, রয়ে সয়েই দিলেন অভিনেত্রী। এদিন ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে অনুরাগীদের সঙ্গে খুশির খবরটা ভাগ করে নিলেন শ্রাবন্তী। ছবিতে দেখা যাচ্ছে, তাঁর সদ্যোজাত সন্তান ছোট্ট ছোট্ট হাত দিয়ে আঁকড়ে ধরেছে তাঁর একটি আঙুল।

এ স্পর্শ যে কতটা পবিত্র, কতটা কাঙ্খিত তা সব মায়েরাই খুব ভাল ভাবেই বুঝতে পারবেন। আর এখন এই মুহূর্তটা তারিয়ে তারিয়ে উপভোগ করছেন শ্রাবন্তী। ছবি শেয়ার করে রবি ঠাকুরের ‘বীরপুরুষ’ কবিতার দু লাইন উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো! আমার ‘বীরপুরুষ’ ০৭/০৭/২০২১ মায়ের কোলে এসে সমানে অভয় দিয়ে চলেছে’। অভিনেত্রীর পোস্টের কমেন্ট বক্স শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রির সতীর্থ ও অনুরাগীরা।
https://www.instagram.com/p/CRLApn_MsDo/?utm_medium=copy_link
https://www.instagram.com/p/CRByW78scn2/?utm_medium=copy_link
টেলিভিশনের পরিচিত মুখ শ্রাবন্তী। সিরিয়ালের পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। জাজমেন্ট ডে, নক্সাল এর মতো ওয়েব সিরিজে কাজ করেছেন তিনি। বিয়ের সাত বছর পর মাতৃত্বের সুখ পেলেন অভিনেত্রী। শরীরচর্চার দিকে অত্যন্ত মনোযোগী শ্রাবন্তী। এমনকি গর্ভাবস্থাতেও নিয়মিত যোগাসন, ফটোশুটও করেছেন তিনি।
https://www.instagram.com/p/CQc2JlHh9cq/?utm_medium=copy_link





Made in India