বাংলাহান্ট ডেস্কঃ মা লক্ষ্মীকে (lakshmi) ধন, রত্ন, ঐশ্বর্য্যের দেবী বলা হয়। সকলেই চায় নিজের বাড়িতে মা লক্ষীর বাস রাখতে। মা লক্ষ্মীকে সন্তুষ্ট রেখে সংসার সুখ সমৃদ্ধিতে ভরতে সকলেই চেয়ে থাকে। কিন্তু তা সত্ত্বেও অনেকের বাড়িতে মা লক্ষ্মী এক মুহূর্তও বসতে চান না। কিন্তু কেন?
জেনে নিন বাড়িতে কি এমন জিনিস থাকলে, সেই বাড়ি থেকে মা লক্ষ্মীর বাস উঠে যায়। তাই এখনই সরান সেই সমস্ত জিনিস।

নিজের ঘর বাড়ি সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন। কখনও মাকড়সার জাল থাকতে দেবেন না বাড়িতে। মাকড়সার জাল অর্থে সম্পদ সঞ্চয়ের ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়ায়।

ভাঙা কাঁচ কখনই বাড়িতে রাখবেন না। তা দারিদ্র ডেকে আনে।

বাড়িতে টাকা রাখার স্থান সবসময় উত্তর দিকে করবেন।

বাড়িতে যদি পায়রার বাসা থাকে, তাহলে তা এখনই সরান। নাহলে অর্থের মুখ দেখবেন না কোনদিন।

পায়রার বাসার মতই মৌচাকও অশুভ ইঙ্গিত বাহী। যে বাড়িতে থাকে, তাদের অর্থনৈতিক সংকট দেখা দেয়।

বাড়িতে সবসময় জলের কল খুলে রাখবেন না। এত শুধুমাত্র জল অপচয় নয়, অর্থের অপচয় হয়।
উপরিক্ত পদ্ধতিগুলো মেনে চললে, আর্থিক দিক থেকে কিছুটা হলেও উন্নতি করতে পারবেন। আপনার অর্থ কষ্ট কিছুটা হলেও ঘুচবে।





Made in India