বাংলাহান্ট ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ট্রোল পিছু ছাড়ার নাম নেই অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর (tanusree chakraborty)। বাংলায় বিধানসভা নির্বাচনের আগে রাজনীতিতে যোগ দিয়েছিলেন তিনি। ভাগ্যে অবশ্য শিঁকে ছেঁড়েনি। গো হারা হেরেছিলেন তনুশ্রী। কিছুদিন আগেই রাজনীতি ছাড়ার কথা ঘোষনা করেছিলেন তিনি। তখনো ট্রোল হতে হয়েছিল তাঁকে।
এবার ফের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের জন্য তুমুল ট্রোলড হলেন তনুশ্রী। গত কয়েকদিন ধরে বর্ষা ঝোড়ো ব্যাটিং করছে বাংলায়। একের পর এক নিম্নচাপের জেরে ক্রমাগত বৃষ্টি হয়েই চলেছে। এমন মেঘলা দিনে একটু গরম গরম চায়ের সঙ্গে মনটা ‘চপ চপ’ করে কি না? তনুশ্রীরও তেমনি অবস্থা। সে তিনি যতই টলিউডের অভিনেত্রী হন না কেন, বৃষ্টিভেজা দিনে তাঁর মনও চপের জন্য ব্যাকুল হয়ে উঠেছে।

কিন্তু এই করোনা আবহে বাইরের খাবার খাওয়া তো একে বিপজ্জনক তার উপর দোকানের ‘অস্বাস্থ্যকর’ চপ খেয়ে মেদ বাড়ারও সম্ভাবনা। তাই বাড়িতেই চপ ভেজে ফেলেছেন তনুশ্রী। চপ গড়ে ডুবো তেলে ভাজার ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। সেই সব মুড়ি চপের ছবি, ভিডিও শেয়ার করতেই একদফা ট্রোল উড়ে এসেছে তাঁর দিকে।
https://www.instagram.com/p/CR5dkBrAttd/?utm_medium=copy_link
একজন প্রশ্ন করেছেন, ‘চপ শিল্পের প্রচার করছেন নাকি?’ আবার আরেকজনের কটাক্ষ, ‘পকোড়া ভাজতে গিয়ে চপ ভেজে ফেলেছে মনে হয়’। একজন বিস্ময় প্রকাশ করে লিখেছেন, সেলেব রাও এসব খায়! তবে প্রশংসাও পেয়েছেন তনুশ্রী। তিনি রান্না জানেন দেখে কয়েকজন অনুরাগী আবদার করেছেন বিরিয়ানি রেঁধে খাওয়াতে হবে।

বিধানসভা নির্বাচনের আগে স্রোতে গা ভাসিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তনুশ্রী। কিন্তু সম্প্রতি তিনি ঘোষনা করেন রাজনীতি ছাড়ছেন। সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানান, যে কোনো রকম রাজনীতির রং থেকেই দূরে থাকতে চান তিনি। ভাল মতো পড়াশোনা না করে রাজনীতিতে আসা উচিত নয় বলেও মন্তব্য করেন তনুশ্রী। আপাতত তিনি অভিনয়েই মনোনিবেশ করতে চান বলে জানান অভিনেত্রী।





Made in India