বাংলাহান্ট ডেস্ক: কঙ্গনা রানাওয়াত (kangana ranawat) ও বিতর্ক হাত ধরাধরি করে চলে, এমনটা বললে সম্ভবত খুব একটা ভুল বলা হয় না। কোনো না কারণে বিতর্কের সৃষ্টি তিনি করেনই, একথা কারোর অজানা নয়। এতদিন নিজের বিতর্কিত মন্তব্যের জন্য লাইমলাইটে থেকেছেন কঙ্গনা। কৃষক আন্দোলন ইস্যুতে মার্কিনি পপ গায়িকা রিহানাকে ‘পর্ন গায়িকা’ বলেও কটাক্ষ করেছিলেন তিনি।
এবার নিজের একটি ছবির জন্যই ট্রোলড হলেন কঙ্গনা। বাথটবে নগ্ন শরীর এলিয়ে ক্যামেরাবন্দি হয়েছিলেন অভিনেত্রী। সেই ছবিই ইনস্টাগ্রামে শেয়ার করে নেন তিনি। বাথটবের পাশে পানীয়ের বোতলও দেখা গিয়েছে। ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করতেই একের পর এক কটাক্ষ উড়ে আসে। সমালোচনার শিকার হতেই ছবিটি মুছে দেন কঙ্গনা। তার বদলে অন্য একটি ছবি পোস্ট করেন তিনি। তবে ততক্ষণে বিতর্কিত ছবিটির স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছে।

কঙ্গনার কাছে বিতর্ক, ট্রোল নতুন কিছু নয়। বলিউডের হেভিওয়েটদের পর্দা ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে একাধিক বার চ্যালেঞ্জ নিয়েছেন অভিনেত্রী। এমনকি কেন্দ্রীয় সরকারের পক্ষে সুর টেনে শিবসেনার বিরুদ্ধেও আক্রমণ শানিয়েছেন কঙ্গনা। বিরোধী পক্ষকে কড়া জবাব দিতেই অভ্যস্ত তিনি। কিন্তু এই প্রথম নিজে থেকে ছবি মুছে দিতে দেখা গেল কঙ্গনাকে।
https://www.instagram.com/p/CSe6JINiXs2/?utm_medium=copy_link
https://www.instagram.com/p/CR9hLWNiCZi/?utm_medium=copy_link
অতি সম্প্রতি ‘ধাকড়’ ছবির শুটিং শেষ করলেন অভিনেত্রী। ছবিতে তাঁর চরিত্রের নাম ‘অগ্নি’। সম্প্রতি শুটিং শেষের পার্টির কয়েকটি ছবি, ভিডিও শেয়ার করেছেন কঙ্গনা। সাদা প্যান্ট ও স্বচ্ছ ব্রালেটে বোল্ড লুকে ধরা দিয়েছেন তিনি। জানিয়ে রাখি, রজনীশ ঘাই পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শ্বাশ্বত চট্টোপাধ্যায়। এছাড়াও দেখা যাবে অর্জুন রামপাল, দিব্যা দত্ত। সম্ভবত চলতি বছরের দিওয়ালিতেই মুক্তি পেতে চলেছে কঙ্গনার ধাকড়।





Made in India