বাংলাহান্ট ডেস্কঃ ১০ হাজার টাকায় এই বাজারে আর সংসার চালানো সম্ভব হচ্ছে না, বাড়াতে হবে বেতন- এই দাবিতে বুধবার দুপুরে ধুন্ধুমার বেঁধে গেল নবান্ন (nabanna) চত্ত্বরে। বেতন বৃদ্ধির দাবিরে সরাসরি মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছে গেলেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা।
বুধবার দুপুর তিনটে নাগাদ নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক ছিল। কিন্তু নবান্নের সামনে হাইসিকিউরিটি জোনের মধ্যে কিভাবে তাঁরা ঢুকে পড়লেন, তা নিয়েও উঠছে প্রশ্ন। সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা। ধুন্ধুমার বেঁধে যায় নবান্নের সামনেই।

বিক্ষোভ সরাতে পুলিশ এলে, পুলিশের সঙ্গে হাতাহাতি বেঁধে যায়। আহতও হয়ে পড়েন কয়েকজন মহিলা। এরপর বেলা ২ টো বেজে ২০ মিনিট নাগাদ বিক্ষোভকারীদের আটক করে, পুলিশ ভ্যানে তোলা হয়।
প্রসঙ্গত, মঙ্গলবারই বেতন বৃদ্ধির দাবিতেই এদিন বিকাশভবন চত্বরে বিক্ষোভ দেখান শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা। ‘সন্ধান চাই, সন্ধান চাই। নিখোঁজ বাংলার শিক্ষামন্ত্রীর, সন্ধান চাই’- রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (bratya basu) নামে এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (mamata banerjee) নামে ‘নিখোঁজ’ পোস্টার দিয়ে প্রতিবাদ দেখান শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা।
বেতন বৃদ্ধির দাবিতেই বিকাশভবন চত্বরে বিক্ষোভ দেখিয়েছিলেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা। তাদের দাবি, মাত্র ১০ হাজার টাকায় সংসার চালানো সম্ভব হচ্ছে না। বেতন বাড়াতে হবে। নিজেদের দাবি নিয়ে একাধিকবার বিকাশভবন, এমনকি শিক্ষামন্ত্রীর বাড়ি গিয়েও তাঁর দেখা মেলেনি বলেও অভিযোগ করেছেন তাঁরা।
তাঁদের আরও অভিযোগ, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যদের সঙ্গে কোনরকম আলোচনা না করেই, অনেকরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাঁদের কিছুই জানানো হচ্ছে না। এমনকি বেতন বৃদ্ধি দাবিতে, অনেক ঘুরেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাছেও পৌঁছাতে পারেনি তাঁরা। তাই অবশেষে এই বিক্ষোভের পথ তাঁরা বেছে নেন। এমনকি মুখ্যমন্ত্রীর ‘খেলা হবে’ কর্মসূচীকেও ব্যঙ্গ করেন তাঁরা।





Made in India