বাংলাহান্ট ডেস্ক: ছোটপর্দায় মিঠুন চক্রবর্তী (mithun chakraborty)! ভাবছেন এ আর এমন কী ব্যাপার। অনেকদিন ধরেই ছোটপর্দার একাধিক জনপ্রিয় রিয়েলিটি শোয়ে বিচারক হিসেবে দেখা গিয়েছে তাঁকে। হ্যাঁ, তফাৎটা সেখানেই। এবারে আর রিয়েলিটি শো না, সিরিয়ালেও দেখা যেতে চলেছে মিঠুনকে।
না না, এ গল্পে কোনো টুইস্ট নেই। বাস্তবেই ঘটতে চলেছে এমন ঘটনা। স্টার জলসার আসন্ন সিরিয়াল ‘চিকু কি মাম্মি দূর কি’ তে অভিনয় করতে চলেছেন মিঠুন। এখানে তাঁর চরিত্রটি মিঠুনেরই। এক ছোট্ট মেয়ে চিকু বড় হয়ে ‘ডিস্কো ডান্সার’ মিঠুনের মতো নাচ করতে চায়। তবে এ স্বপ্নের জন্য তাঁর জীবনেও বহু সমস্যা তৈরি হয়।

সদ্য প্রকাশিত হওয়া ক্যামেরার নেপথ্যের ঝলকে মহাগুরুর পোশাকেই দেখা গিয়েছে মিঠুনকে। তবে পুরো সিরিয়ালেই তিনি থাকছেন নাকি শুধুমাত্র কিছু অংশের জন্যই জন্য আবির্ভাব তা এখনো জানা যায়নি। তবে খবর, এ সিরিয়ালের কাহিনি শুনে নাকি নিজের অতীত জীবনের স্ট্রাগলের কথা মনে পড়ে গিয়েছে মিঠুনের। সেই আবেগ থেকে অভিনয়ে সম্মতি। এ জন্য নাকি নিজের পারিশ্রমিকও কমিয়েছেন মিঠুন!
আগামী ৬ সেপ্টেম্বর থেকে স্টার প্লাসে সম্প্রচারিত হবে চিকু কি মাম্মি দূর কি। এর আগে স্টার জলসার ডান্স রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র সিজন টু’ তে মহাগুরুর আসনে দেখা যেত মিঠুনকে। সদ্য শেষ হয়েছে সেই শো। এরপরেই এই নতুন সিরিয়ালের জন্য হ্যাঁ বলেন অভিনেতা।
https://www.instagram.com/p/CTExVbRCIGT/?utm_medium=copy_link
উল্লেখ্য, মিঠুনের পুত্রবধূ মাদলসা শর্মা ছোটপর্দার একজন পরিচিত এবং জনপ্রিয় মুখ। অনুপমা সিরিয়ালে খল চরিত্রে অভিনয় করছেন তিনি। তিনি জানিয়েছিলেন, শ্বশুরমশাই মিঠুনের অনুপ্রেরণাতেই নাকি অভিনয়ে আসা তাঁর। এবার পুত্রবধূকে টক্কর দিতে অভিনেতা নিজেই ছোটপর্দার দুনিয়ায়। কার অভিনীত সিরিয়াল এবার অন্যকে টেক্কা দেয় সেটাই দেখার।





Made in India