বাংলা হান্ট ডেস্কঃ তালিবান আফগানিস্তানে কবজা করার পর নতুন সরকারের গঠন করল। নতুন সরকার নিয়ে বলতে গিয়ে তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছে, মুল্লা হাসান অখুন্দ আফগানিস্তানের প্রধানমন্ত্রী হবে, মুল্লা বরাদর আবদুল গনি উপ-প্রধানমন্ত্রী হবে।
এছাড়াও জবিউল্লাহ জানায়, আমীর মুস্তাকি বিদেশ মন্ত্রী আর সিরাজউদ্দিন হাক্কানি স্বরাষ্ট্র মন্ত্রী হবে। পাশাপাশি মুল্লা ইয়াকুব দেশের প্রতিরক্ষা মন্ত্রী হবে। বাকিদের নাম খুব শীঘ্রই জানানো হবে বলে জানিয়েছে জবিউল্লাহ মুজাহিদ।
তালিবানের নতুন সরকারে দুটি উপ-প্রধানমন্ত্রী হবে। মুল্লা বরাদর ছাড়াও মুল্লা আবদুল সলাম উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবে। খাইরুল্লাহ খাইরখোয়া যোগাযোগ মন্ত্রী, আবদুল হাকিম আইন মন্ত্রী, শের আব্বাস স্তানিকজাই উপ-বিদেশ মন্ত্রী, জবিউল্লাহ মুজাহিদ উপ-যোগাযোগ মন্ত্রী, আমীর খান মুত্তাকী উপ-বিদেশ মন্ত্রী, অর্থমন্ত্রী মুল্লা হিদায়ত বদ্রি হবে।





Made in India