বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানে তালিবান তাঁদের সরকারের ঘোষণা করেছে। মুল্লা মোহম্মদ হাসান অখুন্দকে দেশের প্রধানমন্ত্রী বানানো হয়েছে আর শেখ মৌলবি নুরুল্লাহ মুনিরকে শিক্ষা মন্ত্রালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সরকার গঠনের সাথে সাথেই তালিবানি ফরমানও জারি হচ্ছে। আর সেই ফরমানের মধ্যেই তালিবান সরকেরের নয়া শিক্ষা মন্ত্রী এক আজব বয়ান দিয়ে বসে।
তালিবান সরকারের নয়া শিক্ষামন্ত্রী নুরুল্লাহ মুনির বলেছেন, পিএইচডি বা অন্য কোন মাস্টার ডিগ্রির কোন লাভ নেই। মুনির জানায়, আমাদের কাছে কোন ডিগ্রি নেই তবুও আমরা সফল আর সরকার চালাচ্ছি। তাই বর্তমান সময়ে কোনও পিএইচডি বা মাষ্টার ডিগ্রির দরকার নেই।
বলে দিই, তালিবান সরকার গড়ার আগে থেকেই শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনা শুরু করে দিয়েছে। কলেজে ছেলে-মেয়েদের মধ্যে পর্দা ফেলে তাঁদের ভাগ করে দেওয়া হয়েছে। অনেক জায়গায় মেয়ে আর মহিলাদের জন্য শুধু মাত্র বয়স্ক বৃদ্ধা শিক্ষিকাকে নিযুক্ত করা হয়েছে। এছাড়াও তালিবান সেসব বেসরকারি কলেজ আর বিশ্ববিদ্যালয়ে লাগাম টানা শুরু করেছে যারা ২০০১ সালে তালিবানি শাসন শেষ হওয়ার পর আধুনিক শিক্ষা শুরু করেছিল।
তালিবান নিজেদের ফরমানে বলেছে যে, বিশ্ববিদ্যালয় গুলিকে নিজেদের ক্ষমতা অনুযায়ী ছাত্রীদের জন্য মহিলা শিক্ষক ভর্তি করতে হবে। আর যদি সেটা সম্ভব না হয়, তাহলে এমন বয়স্ক শিক্ষকদের দায়িত্ব দিতে হবে যাদের চরিত্র ভালো। ছাত্র আর ছাত্রীদের আলাদা আলাদা পড়াতে হবে। আর ছাত্রীদের ৫ মিনিট আগে পঠনপাঠন সম্পূর্ণ করতে হবে, যাতে তাঁদের পুরুষদের মুখোমুখি না হতে হয়।
 
			 





 Made in India
 Made in India