বাংলাহান্ট ডেস্কঃ বাজারে এসে গেল সবচেয়ে সস্তা স্মার্টফোন জিও নেক্সট (jio phone next)। রিলায়েন্স জিও-র এই নতুন স্মার্টফোনে থাকছে একাধিক ফিচার এবং যার দাম শুনলে চোখ কপালে উঠব ক্রেতাদের। গুগলের সাথে পার্টনারশিপে আসার পর এটাই প্রথম স্মার্টফোন লঞ্চ করছে রিলায়েন্স জিও।
জেনে নিন এই স্মার্টফোনের বেশ কিছু ফিচারের বিষয়-
প্রথমেই জেনে নিন ঠিক কতটা সস্তায় এমন এক দারুণ স্মার্টফোন দিচ্ছে রিলায়েন্স জিও। জিও ফোন নেক্সট-র দুটো মডেলে একসঙ্গে লঞ্চ করছে আম্বানির সংস্থা জিও। বেসিক মডেলের দাম পড়ছে মাত্র ৫০০০ টাকা এবং এটি মাত্র ৫০০ টাকায় পাওয়া যাবে। আর অপরটি হল এডভান্স মডেল, যার দাম মাত্র ৭০০০ টাকা এবং এটি কিনতে পারবেন মাত্র ৭০০ টাকা দিয়ে। তবে দুই ক্ষেত্রেই বাকি টাকা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং অন্যান্য ব্যাংকের মাধ্যমে দিতে হবে।

এই ফোনে এলইডি ডিসপ্লে থাকছে ৫.৫ ইঞ্চি। সঙ্গে থাকবে 2GB বা 3GB RAM। চিপসেট থাকবে কোয়ালকম QM215। 4জি সাপোর্ট সিস্টেম এবং ডুয়েল সিম সাপোর্ট থাকবে এই ফোনে। ব্যাটারি হবে 2,500mAh। 13 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। পাশাপাশি সেলফি এবং ভিডিও কলের জন্য থাকছে 8 মেগাপিক্সেলের সেন্সর। ক্যামেরায় গুগোল লেন্স- র সাপোর্ট থাকছে।
এছাড়াও থাকছে ভলিউম, পাওয়ার বাটন, হটস্পটের সুবিধা, ক্যামেরার সঙ্গে পোর্ট্রেট মোড এবং স্ন্যাপচ্যাট ফিল্টার ফিচারসও। থাকছে মিউজিক সিস্টেম প্লে করার সুবিধাও। সঙ্গে জিও-র পক্ষ থেকে সবরকম সফটওয়্যার এবং সিকিউরিটি আপডেট দেওয়া হবে।





Made in India