বাংলাহান্ট ডেস্ক: আলাদা থাকার এক বছরের মাথাতেই রোশন সিংকে (roshan singh) বিবাহ বিচ্ছেদ মামলার নোটিস পাঠালেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (srabanti chatterjee)। তৃতীয় স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন শ্রাবন্তী। ১৬ সেপ্টেম্বর আলিপুর আদালতে রোশন সিংয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন অভিনেত্রী। রোশনের সঙ্গে নূন্যতম সম্পর্কটুকুও আর রাখতে আগ্রহী নন তিনি।
এ খবর মিলেছিল আগেই। এবার রোশনের আইনজীবী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শ্রাবন্তী রোশনের কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চেয়েছেন। এর থেকে বেশি আর কিছু বলতে চাননি তিনি। কিন্তু শোনা যাচ্ছে, শুধুই বিয়ে ভাঙতে চেয়ে ক্ষান্ত হননি অভিনেত্রী। রোশনের থেকে খোরপোশও চেয়েছেন তিনি।

গত বছর পুজোর সময় থেকেই আলাদা থাকতে শুরু করেছিলেন রোশন শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলোও করে দেন দুজনে। যদিও হঠাৎ এই দূরত্বের কারণ এখনো কেউই জানাননি স্পষ্ট করে। অভিনেত্রী মুভ অন করলেও রোশন কিন্তু ছাড়তে চান না স্ত্রীকে। এখনো শ্রাবন্তীর সঙ্গেই সংসার করতে চান তিনি। এই আবেদন নিয়েই শিয়ালদহ ফাস্ট ট্র্যাক কোর্টে আবেদন জানিয়েছিলেন রোশন।
হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারার ‘রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস’এর মাধ্যমে বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়া রুখে দিয়ে মামলা করেছিলেন তিনি। সে সময়ে অনেকে বলেছিলেন, বিবাহ বিচ্ছেদের পরে খোরপোশ দেওয়ার ভয়ে এমন কাণ্ড করছেন রোশন। তবে এই বিষয়ে রোশনের সাফ বক্তব্য, তাঁর শ্রাবন্তীর জীবনযাপনের জন্য একে অপরের টাকার প্রয়োজন নেই। তবে এবার দেখা গেল উলটপুরাণ।
শ্রাবন্তী এবার বিবাহ বিচ্ছেদের মামলা করে বুঝিয়ে দিয়েছেন, রোশন চাইলেও তিনি আর এই সম্পর্ক রাখতে চাইছেন না। এরপরেই নেটনাগরিকদের প্রশ্ন তবে কি এবার চতুর্থ বিয়ের পরিকল্পনা করছেন শ্রাবন্তী? এর আগে রোশন বলেছিলেন, “আমি চাই শ্রাবন্তী খুশি থাকুক। আমাদের সম্পর্কের জন্য ওকে কেউ কটুক্তি করুক, অশ্লীল কথা বলুক তা আমি কখনোই চাইনি।”





Made in India