বাংলাহান্ট ডেস্ক: টলিউডে একরকম আধিপত্য বজায় করে রেখেছেন ওপার বাংলার অভিনেত্রী জয়া আহসান। সেই যে আবর্ত ছবির হাত ধরে পথচলা শুরু হয়েছিল তাঁর, তারপর থেকে জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন তিনি। জয়ার পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে এসেছেন রাফিয়াথ রশিদ মিথিলা, আজমেরী হক বাঁধনও। টলিউডে তাঁদের প্রতিপত্তিও ক্রমে বাড়ছে।
এতেই ফাঁপড়ে পড়েছেন নুসরত জাহান (nusrat jahan), মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়দের (srabanti chatterjee) মতো টলিউড অভিনেত্রীরা। মূলত মেইনস্ট্রিম ঘরানার ছবিতেই বেশি কাজ করতে দেখা যায় তাঁদের। কিন্তু সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক ছবি থেকে মন সরছে দর্শকদের। তাই বাধ্য হয়ে অন্য ধারার ছবিতে অভিনয় করছেন এই অভিনেত্রীরা।

ফলে টলিউডের মতো তুলনামূলক ছোট ইন্ডাস্ট্রিতে স্বাভাবিক ভাবেই বাড়ছে প্রতিযোগিতা। এর মাঝেই বাংলাদেশি অভিনেত্রীদের এপার বাংলায় এসে কাজ করাটাকে কটাক্ষ করেছেন টলিউডের এক অভিনেত্রী। তাঁর অভিযোগ, ‘এমন অনেক চরিত্রই বাংলাদেশি অভিনেত্রীদের দেওয়া হয়, যেটা এখানকার যে কেউ করতে পারত’।
অবশ্য ওপার বাংলার অভিনেত্রীরা যেমন এদেশে এসে কাজ করছেন, টলিউড অভিনেত্রীরাও কিন্তু বাংলাদেশে গিয়ে অভিনয় করেছেন। কিন্তু বাংলাদেশি অভিনেত্রীরা যে ভাবে কাজ পাচ্ছেন টলিউডে, সেই তুলনায় ভারতীয় অভিনেত্রীদের বাংলাদেশে সুযোগ নাকি অনেক কম, অভিযোগ টলিপাড়ার এক অভিনেত্রীর।
তবে প্রতিযোগিতা মানতে রাজি নন জয়া, মিথিলারা। প্রথম জনের বক্তব্য, সুস্থ প্রতিযোগিতা থাকা ভালোই। শিল্পের কোনো সীমারেখা থাকা উচিত নয় বলেই মন্তব্য করেন তিনি। টলিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মিথিলা। টলিউডে কাজ শুরু করেছেন তিনিও। কিন্তু নিজেকে এখনি কারোর প্রতিযোগিতা ভাবতে রাজি নন তিনি।
 
			 





 Made in India
 Made in India