বাংলাহান্ট ডেস্ক: সময়টা খুবই খারাপ যাচ্ছে শাহরুখ খানের (shahrukh khan)। ইন্ডাস্ট্রির কিং খান তিনি, এক আঙুলের ইশারায় বদলে দিতে পারেন কারোর ভাগ্য। কিন্তু নিজের ছেলের ক্ষেত্রেই তিনি নিরুপায়। তিন দিন কেটে গেল এখনো জামিন করাতে পারলেন না মাদক কাণ্ডে ধৃত বড় ছেলে আরিয়ান খানের। আগামী ৭ অক্টোবর পর্যন্ত নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর হেফাজতেই থাকতে হবে তাঁকে।
ছেলের কুকর্মের সমস্ত দায়ভারটা শাহরুখকেই নিতে হচ্ছে। গত দুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় চরম সমালোচনার শিকার হয়েছেন অভিনেতা। তিলে তিলে গড়ে তোলা সাম্রাজ্য, সম্মান সব এক লহমায় তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে ছেলের জন্য। সন্তান ভুল পথে যাওয়ার দায়ে বাবা হিসেবে তাঁকেই সমালোচিত হতে হচ্ছে।

তবে এই দুঃসময়ে ইন্ডাস্ট্রির একটা বড় অংশকে পাশে পেয়েছেন শাহরুখ। দীর্ঘদিনের বন্ধু সলমন খান নিজে এসেছেন মন্নতে তাঁর সঙ্গে দেখা করতে। ফোন করেছেন দীপিকা পাডুকোন, কাজল। বিদেশে কাজ বাতিল করে মুম্বই ছুটে এসেছেন করন জোহর। পাশে রয়েছেন বলিউডের বাদশার অগণিত ভক্তরাও। টুইটারে ইতিমধ্যেই ট্রেন্ড শুরু হয়েছে ‘হ্যাশট্যাগ উই স্ট্যান্ড উইথ এসআরকে’।
এবার আক্ষরিক অর্থেই শাহরুখের পাশে দাঁড়াতে তাঁর বাসভবন মন্নতের সামনে এসে ভিড় জমাল অনুরাগীরা। মঙ্গলবার রাতে একটি হোর্ডিং নিয়ে বহু ভক্ত এসে ভিড় জমায় শাহরুখের মন্নতের সামনে। সেখানে লেখা, ‘সারা বিশ্বের প্রতিটি কোণায় থাকা আমরা ভক্তরা গভীর ও নিঃস্বার্থ ভাবে তোমায় ভালবাসি। এই পরীক্ষামূলক সময়ে আমরা তোমার পাশে আছি। নিজের যত্ন নিও কিং!’
https://www.instagram.com/p/CUpjeIrK4t6/?utm_medium=copy_link
শনিবার মধ্যরাতে একটি বিলাসবহুল ক্রুজ থেকে হাতেনাতে পাকড়াও করা হয় কিং খান পুত্র সহ ১০ জনকে। টানা ১৬ ঘন্টা জেরার পর আরিয়ান সহ আরো দুজনকে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো।
জেরায় আরিয়ান মাদক সেবনের কথা স্বীকার করে নিয়েছেন বলেও দাবি করা হয়েছে NCB র তরফে।
ক্রুজ থেকে ১৩ গ্রাম কোকেন, ৫ গ্রাম এমডি, ২১ গ্রাম চরস, ২২ টি এমডিএমএ পিলস এবং নগদ ১ লক্ষ ৩৩ হাজার টাকা উদ্ধার হয়েছে। ক্রুজে উপস্থিত মেয়েদের স্যানিটারি প্যাডের মধ্যে, ওষুধের বাক্সে, পোশাক এমনকি অন্তর্বাসের সেলাইয়ের মধ্যেও মাদক লুকনো ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্ট আইনের আওতায় সেকশন ৮(সি), ২০(বি), ২৭ ও ৩৫ ধারায় মামলা দায়ের হয়েছে।
 
			 





 Made in India
 Made in India