বাংলাহান্ট ডেস্ক: মাস কয়েক আগেই বিনোদন জগৎ উত্তাল হয়েছিল কাঞ্চন মল্লিক (kanchan mullick) পিঙ্কি চট্টোপাধ্যায়ের (pinki banerjee) দাম্পত্য কলহে। কাঞ্চনের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ এনেছিলেন স্ত্রী পিঙ্কি। বেশ কিছুদিন বিতর্কে থাকার পর পরিস্থিতি এখন অনেকটাই আয়ত্তে। আর সেই সুযোগেই ফের এক ফ্রেমে কাঞ্চন ও শ্রীময়ী চট্টরাজ (sreemoyee chattoraj)।
নবমী নিশিতে ট্র্যাডিশনাল সাজে পাশাপাশি দাঁড়িয়ে লেন্সবন্দি হলেন শ্রীময়ী ও কাঞ্চন। রঙ মিলিয়ে পোশাক পরতে দেখা গেল দুজনকে। ঘিয়ে ও লাল কালোর মিশেলে ডিজাইনার শাড়ি, স্লিভলেস ব্লাউজে সেজেছিলেন অভিনেত্রী। পাশে ঘিয়ে পাঞ্জাবি ও সাদা পাজামায় দেখা গেল বিধায়ক অভিনেতা কাঞ্চনকে। ক্যাপশনে শ্রীময়ী লিখলেন, ‘শারদীয়া শুভেচ্ছা। হাজারো বাধা সত্ত্বেও সুন্দর মুহূর্তগুলোকে বন্দি করে স্মৃতি বানানো বন্ধ করিনি আমরা। তাই প্রত্যেক বছরের মতো ছবি তোলা জরুরি।’

শিক্ষক দিবসে কাঞ্চনের সঙ্গে ছবি শেয়ার করে ধন্যবাদ জানিয়েছিলেন শ্রীময়ী। যে ছবিটি তিনি শেয়ার করেছিলেন সেটি বেশ পুরনো। দুজনেরই বয়স তখন অনেক কম ছিল। কাঞ্চনকে পাশ থেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছেন শ্রীময়ী। দুজনের মুখেই হাসি।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘জীবনে এমন কিছু মানুষকে আমি পেয়েছি যারা শুধুমাত্র আমার শিক্ষক নন, জীবনের অন্যান্য ক্ষেত্রেও আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন তাঁরা। জীবনের কঠিন সময়ে কীভাবে মোকাবিলা করতে হয় তা শিখিয়েছেন তাঁরা আমাকে। সেরাটা দেওয়ার জন্য সবসময় অনুপ্রাণিত করেছেন তাঁরা, সেজন্য ধন্যবাদ জানাই। জীবনের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করার জন্য ধন্যবাদ। একজন মানুষের মধ্যেই আমি পথপ্রদর্শক, বন্ধু, ভালবাসা সব খুঁজে পেয়েছি আর সেই মানুষটা তুমি। শুভ শিক্ষক দিবস।’
https://www.instagram.com/p/CVA9rt8hxoe/?utm_medium=copy_link
https://www.instagram.com/p/CVA_stctFT6/?utm_medium=copy_link
বিতর্কের পরে একই জায়গায় গেলেও এক ফ্রেমে ধরা দেওয়াটা সতর্ক ভাবেই এড়িয়ে গিয়েছেন দুজনেই। তবে সময়ের সঙ্গে সঙ্গে কেচ্ছা যত কমছে ততই স্বাভাবিক হচ্ছেন কাঞ্চন শ্রীময়ী। অবশেষে এদিন অভিনেত্রীর বার্তা পরোক্ষ ভাবেই স্পষ্ট করে দিল অনেক কিছু।





Made in India