বাংলাহান্ট ডেস্কঃ প্রথম দিকে ‘আদায় কাঁচকলায়’ সম্পর্ক থাকলেও, শেষের দিকে বেশ কিছুদিন বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এবং জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। প্রথমটায় তৃণমূলত্যাগী জিতেন্দ্র তিওয়ারিকে গেরুয়া শিবিরে আশ্রয় দেওয়ার বিষয়ে কিছুটা দ্বিমত দেখালেও, পরের দিকে রাজী হয়ে যান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
এরপর দুজনের সম্পর্কের সমীকরণ খুব একটা না বদলালেও, সুর কিছুটা নরম করেছিল দুপক্ষই। তবে বর্তমান সময়ে বিজেপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করেছেন বাবুল সুপ্রিয়। গেরুয়া শিবিরকে বড় ধাক্কা দিয়ে গত ১৮ ই সেপ্টেম্বর যোগ দেন তৃণমূলে। শুধু তাই নয়, ১৯ শে অক্টোবর দিল্লী গিয়ে ইস্তফাও দেন বিজেপির সাংসদ পদ থেকে।
একসময় যে তৃণমূলের বিরুদ্ধেই কামান দাগতেন বাবুল সুপ্রিয়, এখন সেই সবুজ শিবিরই তাঁর পরম আশ্রয়স্থলে পরিণত হয়েছে। তবে বিজেপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে স্যোশাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।
https://www.facebook.com/BabulSupriyoOfficial/posts/4602866203089485
ফেসবুকে লিখেলন, ‘ছোট বেলায় শুনেছিলাম যে, যদি নিজের মন ও হৃদয় বলে যে কেউ অন্যায় ভাবে তোমাকে দশ টাকা জরিমানা দিয়েছে তাহলে জরিমানাটা না দিয়ে আদালতে লড়াই করে, দরকার হলে একশো টাকা খরচ করে সেই জরিমানা revoke করাও |






Made in India