বাংলা হান্ট ডেস্কঃ group-2 থেকে বিশ্বকাপের শেষ পর্বে পৌঁছানোর সবচেয়ে বড় দাবিদার যেমন ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড। তেমনই group-1 থেকে সবচেয়ে বড় দাবীদার হিসেবে ইতিমধ্যেই নাম লিখে ফেলেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা। তবে আজ সেই অস্ট্রেলিয়াকেই রীতিমতো নাস্তানাবুদ হতে হল ইংল্যান্ডের হাতে। টসে জিতে এদিন অস্ট্রেলিয়াকেই প্রথম ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিল ইংল্যান্ড। আর শনিবার ইংরেজ আক্রমণের সামনে রীতিমতো নাজেহাল অবস্থা হল ওয়ার্নার-স্মিথদের।
অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে একমাত্র কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন অধিনায়ক ফিঞ্চ। তাও তার রান তোলার গতি ছিল ভীষণই মন্থর। শেষমেষ ৪৯ বলে ৪৪ রান করে ফিঞ্চ ক্রিস জর্ডানের শিকার হতেই অস্ট্রেলিয়ার সমস্ত আশা শেষ হয়ে যায়। মাত্র ১২৫ রানে এদিন ইংল্যান্ডের হাতে ১০ উইকেট তুলে দেন অজিরা। মর্গ্যানদের হয়ে উইকেটে বল হাতে আজ রীতিমত আগুন ঝরান ক্রিস জর্ডান, ক্রিস ওকস এবং তামিল মিলস।
একদিকে যেমন নির্ধারিত ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ফিঞ্চ, স্মিথ এবং কামিন্সকে শিকার করেন জর্ডান। তেমনি অন্যদিকে ওকস ফিরিয়ে দেন ওয়ার্নার এবং ম্যাক্সওয়েলকে। এছাড়া তামিল মিলস দুটি, লিভিংস্টোন একটি এবং আদিল রশিদও একটি উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে কিন্তু অস্ট্রেলিয়ান বোলিং অ্যাটাককে কোন সুযোগই দেয়নি ইংরেজরা।
A seriously special innings.
Universe Jos 🔥 #T20WorldCup | #EnglandCricket pic.twitter.com/9vtvG24CPi
— England Cricket (@englandcricket) October 30, 2021
যে উইকেটে রান তোলাই যথেষ্ট কঠিন মনে হচ্ছিল সেই উইকেটেই রীতিমতো বিধ্বংসী ব্যাটিং শুরু করেন বাটলার। ২২১.২৮ স্ট্রাইক রেটে মাত্র ৩২ বলে পাঁচটি বাউন্ডারি এবং পাঁচটি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো ৭১ রানের যে ইনিংস খেলেন তিনি, আজ অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিতে তাই ছিল যথেষ্ট। যদিও জেসন রয় এবং মালানকে তাড়াতাড়ি ফিরিয়েছিলেন জ্যাম্পা ও অ্যাগার। তবে বাটলারের সাথে জুটি বেঁধে এদিন ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন বেয়ারস্টো। তাদের এই বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১১.৪ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড। আট উইকেটে এই জয়ের ফলে আপাতত নিজেদের গ্রুপে শীর্ষ স্থান ধরে রাখল মর্গ্যানবাহিনী।





Made in India