বাংলাহান্ট ডেস্ক: মানুষের জীবনের সঙ্গে সাদৃশ্য রেখেই বানানো হয় সিরিয়াল। বাস্তব জীবনের মতো টিভির পর্দাতেও নায়ক নায়িকার সংসারে হয় দূর্গাপুজো, কালীপুজোর মতো উৎসব। ‘করুণাময়ী রাণী রাসমণি’ (karunamoyee rani rasmoni) অন্যান্য সিরিয়ালের থেকে ভিন্ন হলেও সেখানে দেখানো হয়েছে রাসমণির সময়কার জানবাজারের বাড়িতে দূর্গোৎসব। কিন্তু রিয়েল লাইফে যখন দীপাবলী শেষে ভাইফোঁটার তোড়জোড় শুরু হয়েছে তখন ‘করুণাময়ী রাণী রাসমণি উত্তর পর্ব’এ শুরু হচ্ছে কোজাগরী লক্ষ্মীপুজোর পর্ব। তারই ক্যামেরার নেপথ্যের কিছু ছবি তুলে ধরলেন অভিনেত্রী প্রমিতা চক্রবর্তী (promita chakrabartty)।
সিরিয়ালে রাসমণির বড় মেয়ে পদ্মর বৌমা অন্নদার চরিত্রে অভিনয় করছেন তিনি। সেট থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। পাশে পর্দার দুই জাকেও দেখা গিয়েছে। সকলেই সিরিয়ালে নিজেদের লুকে রয়েছেন। বোঝা যাচ্ছে, শুটের ফাঁকেই তোলা হয়েছে ছবিগুলি।

পাশাপাশি নিজেদের বাড়িতে স্বামী রুদ্রজিতের পাশে বসে দীপাবলী ও শ্যামাপূজার শুভেচ্ছাও জানিয়েছেন প্রমিতা। ফুলের মালা, প্রদীপ ও আলোতে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে বাড়ি। গোলাপি শাড়ি, স্লিভলেস ব্লাউজ ও গা ভর্তি গয়নায় অপরূপা প্রমিতা। পাশে রুদ্রজিৎকে দেখা গেল লাল পাঞ্জাবি ও ডেনিমে।
https://www.instagram.com/p/CV0Apn9vKNC/?utm_medium=copy_link
গত ফেব্রুয়ারি মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রুদ্রজিৎ প্রমিতা। বিয়ের পর এটাই তাঁদের প্রথম দূর্গাপুজো, কালীপুজো। দুটো পুজোই একসঙ্গে কাটিয়েছেন তাঁরা। নব বিবাহিত দম্পতিদের মতোই গোটা দূর্গাপুজোয় একসঙ্গে প্যান্ডেল হপিং আর ভালবাসার মধ্যে কেটেছে দুজনের। দশমীতে লাল পাড় সাদা শাড়ি, সোনার গয়নায় সেজে মা দূর্গাকে বরণ করেছেন প্রমিতা। পাশে সাদা পাজামা পাঞ্জাবি ও লাল জহর কোটে দেখা মিলেছে রুদ্রজিতের।
https://www.instagram.com/p/CV19g3PP7iN/?utm_medium=copy_link
https://www.instagram.com/p/CV3PyGOhUz6/?utm_medium=copy_link
কখনো স্ত্রীর গালে সিঁদুর মাখিয়ে দিলেন রুদ্রজিৎ, আবার কখনো কপালে এঁকে দিয়েছেন ভালবাসার চুম্বন। দুজনের বিজয়া দশমী স্পেশ্যাল ফটোশুট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গত বারে রুদ্রজিতের দেশের বাড়ি পুরুলিয়াতে পুজো কাটিয়েছিলেন প্রমিতা। তবে এবারে কলকাতাতেই পুজো কাটিয়েছেন তাঁরা।





Made in India