বাংলাহান্ট ডেস্কঃ রাস্তায় মানুষজন দেখলেই তাঁদের আঁচড়ে কামড়ে মাংস খুবলে নিচ্ছে একটি কুকুর (dog)। বাদ যাচ্ছে না শিশুরাও। একদিনেই ওই কুকুরের কামড়ে আহত হয়েছেন কমপক্ষে প্রায় ৩০ জন। এবার কুকুরটিকেই পিটিয়ে মেরে ফেল এলাকাবাসী।
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (purba bardhaman) মন্তেশ্বরের পুটশুড়ি এলাকায়। স্থানীয়রা জানিয়েছে, ওই এলাকায় পথচলতি মানুষ দেখলেই, তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ছে কুকুরটি। আঁচড়ে কামড়ে মাংস খুবলে নিচ্ছে মানুষজনের। ওই কুকুরের নজর থেকে বাদ যাচ্ছে না শিশুরাও।

মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হতেই, এলাকবাসীরা একত্রে ওই কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে দেয়। এই বিষয়ে পঞ্চায়েত প্রধান মুস্তাক আহমেদ শেখ বলেছেন, ‘একটি কুকুর এলাকার মানুষকে কামড়াচ্ছিল দেখে, তাঁরা কুকুরটিকে মেরে ফেলে’।
কুকুরের কামড়ে আহত এক শিশুর মা সুমিত্রা দাস জানিয়েছেন, ‘এদিন সকালে পুটশুড়ি রাস্তায় ছেলে পড়তে যাওয়ার সময়, পাগল কুকুরটা ছেলের কপালের মাংস খুবলে নেয়। তারপর রক্তাক্ত অবস্থাতেই ছেলেকে হাসপাতালে নিয়ে যাই’। অপর এক মহিলা বাসিন্দা সাজিনা মল্লিক জানান, তাঁর মেয়ে পড়তে যাওয়ার সময়, ওই পাগল কুকুরটা তাঁর মেয়েকেও কামড়ে দেয়।





Made in India