বাংলা হান্ট ডেস্কঃ খারাপ সময় যেন কাটতেই চাইছে না হার্দিক পান্ডিয়ার। বিশ্বকাপে বড় দলগুলোর বিরুদ্ধে ব্যাট হাতে কিছুই করতে পারেননি। মাঠে নামেননি নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজেও। এবার শোনা যাচ্ছে চোটের জন্য দক্ষিণ আফ্রিকান সফরের দলেও জায়গা হারাতে পারেন তারকা অলরাউন্ডার। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী হার্দিক-কে এখন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমি-তে রিপোর্ট করতে বলা হয়েছে। সেখানে তার ফিটনেসের অবস্থা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা।
বিসিসিআইয়ের এক উচ্চপদস্থ আধিকারিক একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, “হার্দিকের সুস্থ হয়ে ওঠার জন্য সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হল বিশ্রাম। ও দ্রুতই এনসিএ-তে রিপোর্ট করবে। দক্ষিণ আফ্রিকা সফরে ওকে ছাড়া হবে কিনা তা ওর ফাইনাল ফিটনেস রিপোর্ট দেখে ঠিক করা হবে।” স্বাভাবিকভাবেই এই বক্তব্য চিন্তা বাড়িয়েছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।

তিনি আরও বলেছেন যে জুনিয়র পান্ডিয়া এই মুহূর্তে নিজের সম্পূর্ণ ফিটনেসের ধারে কাছে নেই। সেই আধিকারিকের মতে, “টেস্ট ক্রিকেট খেলতে গেলে যে ফিটনেস দরকার, তা এখন হার্দিকের নেই। ওর সময় দরকার, আমরা ওকে নিয়ে চটজলদি কোনও সিদ্ধান্ত নিচ্ছি না। বড্ড তাড়াহুড়ো করে ওকে বিশ্বকাপের জন্য প্রস্তুত করার চেষ্টা করা হয়েছিল শেষবার। ও যদি সুস্থ হয়ে ওঠে তাহলে অবশ্যই ওকে সেই সফরের ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজের জন্য পাঠিয়ে দেওয়া হবে।”
যদিও এই ব্যাপারে হার্দিকের কোনও প্রতিক্রিয়া এখনও অবধি পাওয়া যায়নি। চোটের জন্য দীর্ঘদিন বল করেননি হার্দিক। অনেকেই মনে করেন বিশ্বকাপে তাকে কতকটা জোর করেই খেলানো হয়েছে। এখন সম্ভবত তিনি খেলতে পারবেন না আসন্ন ঘরোয়া ট্রফি বিজয় হাজারে-তেও। নির্বাচকরা চান আরও বেশি সময় তিনি জাতীয় ক্রিকেট একাডেমি-তে কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়েই মাঠে নামুক।





Made in India