বাংলাহান্ট ডেস্ক: জল্পনা মতোই মঙ্গলবার গাঁটছড়া বেঁধেছেন অঙ্কিতা লোখান্ডে (ankita lokhande) ও ভিকি জৈন (vicky jain)। মুম্বইয়ের পাঁচতারা হোটেলে স্বপ্নের মতো সাজানো মণ্ডপে মালাবদল করে, অগ্নিসাক্ষী করে ‘পবিত্র রিশতা’কে আইনি স্বীকৃতি দিয়েছেন ভিকি অঙ্কিতা। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে সুখবর জানিয়েছিলেন অভিনেত্রী।
বিয়ের পরদিন অর্থাৎ বুধবারই রিসেপশন পার্টি দিলেন অঙ্কিতা ভিকি। অভিনেত্রীর ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা এসেছিলেন পার্টিতে। অম্রুতা খানভিলকর, সৃষ্টি রোডে, অপর্ণা দীক্ষিত, ম্রুনাল ঠাকুর, মাহি ভিজ, আরতি সিংদের দেখা গেল পার্টি মাতাতে। রিসেপশনে লাল ও সোনালি শাড়িতে দেখা মিলল অঙ্কিতার। পাশে গাঢ় নীল রঙের শেরওয়ানি পাজামায় ভিকি।

জল্পনা সত্যি করে ১৪ ডিসেম্বরেই বিয়ে করেছেন অঙ্কিতা ভিকি। লাল নয়, ছক ভেঙে সোনালি লেহেঙ্গা পরেছিলেন অভিনেত্রী। ভিকিকে দেখা গেল ক্রিম রঙা শেরওয়ানিতে। খুশি উপচে পড়ছিল দুজনের চোখেমুখে। মালাবদলের পর আনন্দের চোটে একবার নেচেও নিলেন অঙ্কিতা।
https://www.instagram.com/p/CXeMJeeIdWj/?utm_medium=copy_link
একটি হুডখোলা ভিন্টেজ গাড়িতে বরযাত্রী নিয়ে এসেছিলেন ভিকি। অঙ্কিতার সিঁদুর দানের ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সিঁথিভর্তি সিঁদুর নিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে পোজ দেন তিনি। পবিত্র পুনিয়া, এজাজ খান, অপর্ণা দীক্ষিত সহ বলিউডের বহু তারকারা উপস্থিত ছিলেন ভিকি অঙ্কিতার বিয়েতে।
গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ভিকি অঙ্কিতার বিয়ের আগের রীতি অনুষ্ঠানের ছবি ভিডিও। সোমবার ছিল তাঁদের বাগদান অনুষ্ঠান। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বাগদানেরও একগুচ্ছ ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।





Made in India