বাংলাহান্ট ডেস্ক: নতুন বছর শুরু হতে না হতেই ফিরেছে করোনা আতঙ্ক। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যার গ্রাফ। বিশেষ করে মুম্বইতে করোনা (corona) এবং ওমিক্রন আক্রান্তের সংখ্যা ভয় ধরাচ্ছে সরকারের মনে। খাস বলিউডেই একাধিক তারকা করোনা আক্রান্ত হয়েছেন। কয়েকজন সেরে উঠে ফের পার্টি শুরু করেছেন। আর কয়েকজন বর্ষবরণ করেছেন আইসোলেশনে থেকে।
এই দুর্ভোগের জন্য দায়ী কে? নেটিজেনরা যখন তারকাদেরই দোষারোপ করছেন তখন অভিনেতা বরুন ধাওয়ানও (varun dhawan) কটাক্ষ ছুঁড়লেন সোশ্যাল মিডিয়ায়। কারোর নাম না করেই ব্যঙ্গ করেছেন ‘কুলি নাম্বার ওয়ান’ অভিনেতা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, ‘যদি আপনি মুম্বইয়ের বাসিন্দা হন আর আপনার বন্ধুরা করোনা আক্রান্ত না হয়, তাহলে আপনার বন্ধুই নেই!’

তার আগে মুম্বইয়ে বাড়তে করোনা কেসের ব্যাপারে একটি পোস্ট শেয়ার করেছিলেন বরুন। এক সপ্তাহ আগে মুম্বইতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৮০২। সেটাই এখন বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজারের ঘরে। মুম্বই মেয়র কিশোরী পেডনেকর ঘোষনা করেছেন, যদি প্রতিদিনের আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছুঁয়ে ফেলে তবে মুম্বইতেও লকডাউন হবে।
উল্লেখ্য, বরুন অর্জুন কাপুরের বেশ ঘনিষ্ঠ বন্ধু। সম্প্রতি ‘ইশকজাদে’ অভিনেতাও দ্বিতীয় বার আক্রান্ত হয়েছেন করোনায়। কিছুদিন আগেই মালাইকার সঙ্গে মালদ্বীপ ঘুরে এসেছেন তিনি। নাম না করে কি অর্জুনের প্রতিই কটাক্ষ ছুঁড়লেন বরুন? তা জানা না গেলেও বন্ধুর জন্য দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করেছেন তিনি।

একা অর্জুন নন, তাঁর বোন অংশুলা কাপুর, রিয়া কাপুর এবং তাঁর স্বামী করন বুলানিও করোনা আক্রান্ত হয়েছেন। তবে রিপোর্ট নেগেটিভ এসেছে অর্জুনের প্রেমিকা মালাইকার। গত বছর লকডাউনের সময় অবশ্য অর্জুনের সঙ্গেই করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছিল তাঁর। একই সঙ্গে আইসোলেশনে ছিলেন দুজন। নতুন বছরের শুরুতে মালাইকার সঙ্গে ছবি শেয়ার করে শুভেচ্ছাও জানিয়েছেন অর্জুন।





Made in India