বাংলাহান্ট ডেস্ক: ‘বধাই হো’ এবং ‘শুভ মঙ্গল জেয়াদা সাবধান’ দুটি ছবিই বেশ হিট হয়েছিল বক্স অফিসে। আয়ুষ্মান খুরানার দুটি ছবিই মজার ছলে ভিন্ন ধারার গল্প বলেছিল। কিন্তু দুটি ছবি যদি মিলেমিশে যায় তাহলে কেমন হয়? কিছুটা তেমনি আভাস মিলল ‘বধাই দো’র (badhaai do) ট্রেলারে। সমকাম লুকাতে বিয়ে করে তারপর নায়ক নায়িকার কী হাল হয় সেটাই উঠে আসবে ছবির গল্পে।
‘বধাই হো’ এরই ফ্র্যাঞ্চাইজির ছবি ‘বধাই দো’। কিন্তু এখানে গল্প দুই যুবক যুবতীকে নিয়ে। রাজকুমার রাও (rajkummar rao) রয়েছেন এক পুলিস অফিসারের চরিত্রে। অন্যদিকে ভূমি পেডনেকরকে (bhumi pednekar) দেখা যাবে একজন শারীরশিক্ষার শিক্ষিকার চরিত্রে। দুজনের মধ্যে মিল একটাই, তাঁরা দুজনেই সমকামী। এদিকে বাড়িতে সে কথা বলার উপায় নেই।

দুজনের বাড়িতেই বিয়ের জন্য চাপ দিচ্ছে। তাই পরিবারের লোকজনের হাত থেকে বাঁচতে ভূমিকে বিয়ের প্রস্তাব দেন রাজকুমার। এতে দুজনের বাড়ির লোকই খুশি হবে। আর তাঁরাও নিজেদের পছন্দ মতো মানুষের সঙ্গে জীবন কাটাতে পারবেন। কিন্তু বিয়ে হলেও উপস্থিত হয় আরেক ঝামেলা।
বিয়ের পরপরই সন্তানের জন্য চাপ দিতে থাকেন পরিবারের লোকেরা। এমন অবস্থায় কী করবেন নায়ক নায়িকা? সত্যিটা কি শেষমেষ প্রকাশ্যে এসেই যাবে? ট্রেলার থেকে তার উত্তর না মিললেও ছবি যে জমাটি হতে চলেছে তাতে সন্দেহ নেই। এই প্রথম বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন রাজকুমার ও ভূমি।
ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন হর্ষবর্ধন কুলকার্নি। প্রযোজনা করছে ‘জংলি পিকচার্স’। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে বধাই দো। ভ্যালেন্টাইনস ডের ঠিক আগেই মুক্তি পাচ্ছে এই ছবি। সমাজের ছকভাঙা প্রেমের গল্প হাসির মোড়কে কেমন হয় সেটাই এখন দেখার পালা।





Made in India