বাংলা হান্ট নিউজ ডেস্ক: বলা হয় ভালোবাসার চেয়ে বড় আবেগ কোনও আবেগ নেই এবং সেইজন্য তা কোনও বাঁধন মানে না। দৈনন্দিন জীবনে তো সেই উদাহরণ আমরা প্রায়শই দেখতে পাই। সেই তালিকায় রয়েছেন কিছু ভারতীয় ক্রিকেটারও যারা পূর্বে বিবাহিত ছিলেন এমন কোনও নারীর প্রেমে পড়েছিলেন। আজ আমরা এমনই পাঁচজন খেলোয়াড়ের কথা বলতে যাচ্ছি.
শিখর ধাওয়ান:

ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান নিজের আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত। ভারতীয় দলের এই ক্রিকেটারের উদাহরণ মাঠের বাইরেও দেওয়া হয়ে। শিখর ধাওয়ান প্রেমে পড়েছিলেন নিজের চেয়ে ১০ বছরের বড় এক বিদেশি মহিলার। যদিও পরে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। শিখর ধাওয়ানের প্রাক্তন স্ত্রী আয়েশা ধাওয়ান অস্ট্রেলিয়ার বাসিন্দা, পাশাপাশি একজন বক্সিং খেলোয়াড় এবং প্রথম বিয়ের পর বিবাহবিচ্ছেদ হয়ে যায়। এই দুই দম্পতির একটি ছেলেও রয়েছে। গত বছর একে অপরের সম্মতিতে বিচ্ছেদ হয় দুজনের।
মহম্মদ শামি:

ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি ২০১৪ সালে পেশায় মডেল হাসিন জাহানকে বিয়ে করেন। দুজনের একটি কন্যাসন্তানও আছে। গত বছর। তাদের মধ্যে হওয়া ভুল বোঝাবুঝির পরে জানা যায় যে শামির স্ত্রী হাসিন জাহান আগে শেখ সাইফুদ্দিন নামে এক দোকানদারকে বিয়ে করেছিলেন। এরপর ২০১০ সালে দুজনেই আলাদা হয়ে যান। তবু তা শামির প্রেমে বাধা হয়নি একসময়।
মুরলী বিজয়:

একসময় ভারতীয় টেস্ট দলের নির্ভরযোগ্য ওপেনার মুরলি বিজয় যখন তার সতীর্থের স্ত্রীকে বিবাহ করেন, তখন ক্রিকেট বিশ্বে নানা গুজব উঠে আসে। দুজনেই বেশ সমালোচিত হন। কিন্তু দুজনেই একে অপরের সঙ্গ ছাড়েননি। মুরলি বিজয়, দীনেশ কার্তিকের প্রাক্তন স্ত্রী নিকিতা ভাঞ্জরাকে বিয়ে করেছিলেন। এরপরই দীনেশ কার্তিককে ডিভোর্স দিয়েছিলেন নিকিতা।
অনিল কুম্বলে:

ভারতীয় দলের সবচেয়ে সফল বোলারদের মধ্যে একজন এবং নিশ্চিতরূপেই ভারতের সেরা স্পিনার, ১৯৯৯ সালে চেতনা রামাতীর্থকে বিয়ে করে সেই সময়ে একটি উদাহরণ তৈরি করেছিলেন। কারণ সেই সময় বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়া কোনও মহিলাকে বিবাহ করা এখনকার মত স্বাভাবিক ভাবে নেওয়া হতো না। চেতনা রামাতীর্থ তার প্রথম বিয়ের পর স্বামীকে ডিভোর্স দিয়েছিলেন।
ভেঙ্কটেশ প্রসাদ:

ভারতীয় দলের বোলার ভেঙ্কটেশ প্রসাদ ১৯৯৬ সালে জয়ন্তীকে বিয়ে করেছিলেন। বলা হয়, এই দুজনের সাক্ষাতের পিছনে ছিলেন বোলার অনিল কুম্বলে। তবে, ভেঙ্কটেশ আইয়ারও সেইসময় একজন বিবাহ বিচ্ছেদ হওয়া মহিলাকে বিয়ে করে নজির স্থাপন করেছিলেন।





Made in India