বাংলা হান্ট নিউজ ডেস্ক: রঞ্জি ট্রফির এলিট গ্রুপ বি ম্যাচের প্রথম দিনে বরোদাকে ১৮১ রানে আউট করেছিল বাংলার বোলাররা। কিন্তু ঈশান পোড়েল বা মুকেশ কুমাররা যতই ভালো কাজই করুন না কেন, বাংলাকে আবারও ডোবালো তাদের ব্যাটিং লাইন আপ। প্রথম দিনের শেষে ১ উইকেট হারিয়ে ২৪ রান করা বাংলা প্রথম সেশনের মধ্যেই ৪২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে। শুক্রবার কটকের বারাবাটি স্টেডিয়ামে বাংলা দিন শেষ হওয়ার আগেই অল-আউট হয়ে যায় ৮৮ রানে।
এক উইকেটে ২৪ রানে দিন শুরু করে, লাঞ্চ বিরতির আগে ২২ ওভারের মধ্যে ৬৪ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে বাংলা। বরোদা ৯৩ রানের গুরুত্বপূর্ণ লিড পায়। দ্বিতীয় দিনের শেষে বরোদার লিড ২৩৭ রানের। দ্বিতীয় ইনিংসে তারা এখনও অবধি পাঁচ উইকেটে খুইয়ে ১৪৪ রান করেছে। ম্যাচের এখন একটাই ফলাফল হতে পারে।

বাংলার তরুণ ব্যাটার সুদীপ কুমার ঘরামি এবং ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য অভিষেক পোড়েল বাংলার পক্ষে সর্বোচ্চ স্কোর করেন। দুজনেই ২১ রান করেন। ২০ রান করেন অলরাউন্ডার শাহবাজ আহমেদ। বরোদার অতিত শেঠ এবং লুকম্যান মেরিওয়ালা যথাক্রমে ৫ এবং ৩ টি উইকেট নিয়েছেন।
শেঠ বাংলার ব্যাটিংয়ের মেরুদন্ড ভেঙে দিয়েছিলেন। হতাশ করেছেন মনোজ তিওয়ারী, অনুস্টুপ মজুমদার। দ্বিতীয় দিনে বাংলার বোলিংয়ে উজ্জ্বল মুখ ফের ঈশান। প্রথম ইনি ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিনি আবার ২ টি উইকেট নিয়েছেন।





Made in India