বাংলাহান্ট ডেস্ক: দুদিন আগেই গিয়েছে মিঠাই রাণী (Mithai) ওরফে সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundu) জন্মদিন। মিঠাইয়ের দৌলতে বাংলা সিরিয়ালের অন্যতম প্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন তিনি। নিজের পরিবার, বন্ধুবান্ধব, সিরিয়ালের টিম তো বটেই, অনুরাগীরাও হুল্লোড় করেছেন তাঁর জন্মদিনে। হ্যাঁ, উপহার হিসাবে টিআরপি তালিকার প্রথম স্থানটা ফিরে পাননি ঠিকই, কিন্তু এত ভালবাসা, শুভেচ্ছা পেয়েছেন যে মন ভরে গিয়েছে সৌমিতৃষার।
জন্মদিনের আগের রাত থেকেই কার্যত সেলিব্রেশনেথ মুডে ছিলেন সৌমিতৃষা। বর্ধিত পরিবার অর্থাৎ ভক্তদের তরফে এক দারুন সারপ্রাইজ পার্টি পেয়েছিলেন তিনি। তারপরেই মধ্যরাতে তিন প্রিয় বন্ধু সায়ক, শুভ্রজিৎ ও রিয়াজ পৌঁছে যান সৌমিতৃষার বাড়িতে। চলে একপ্রস্থ সেলিব্রেশন।

তবে বিশেষ চমকটা অপেক্ষা করছিল এর পরে। চ্যানেল ও মিঠাই টিমের তরফে দারুন পার্টির আয়োজন করা হয়েছিল সৌমিতৃষার জন্য। রুফটপ রেস্তোরাঁ সেজে উঠেছিল লাল সাদা বেলুনে, যেন রোম্যান্টিক আবহ ফুটে উঠেছিল। চাঁদের আলোয় লাল সোনালি শাড়িতে রূপ আরো খুলেছিল মিঠাই রাণীর।

মিঠাই টিমের অন্য অভিনেতা অভিনেত্রীদের এদিন দেখা না গেলেও হাজির ছিলেন সিড ওরফে আদৃত রায়। কেক কাটার পর অনস্ক্রিন স্বামীকেই প্রথম কেক খাওয়ান সৌমিতৃষা। শুধু তাই নয়, একে অপরকে জড়িয়ে ধরে হাসিমুখে পোজও দিয়েছেন দুজনে। অনুরাগীদের জন্য এটাই ফিরতি উপহার তুফান মেলের।
https://www.instagram.com/tv/CaX1vR-BlnC/?utm_medium=copy_link
উইকিপিডিয়া বলছে মাত্র ২২ এ পা রাখলেন সৌমিতৃষা। যদিও সিরিয়ালে সিড মিঠাইয়ের ইতিমধ্যেই ৪০ বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। চ্যানেলের তরফে বয়স্ক নায়ক নায়িকার ছবি শেয়ার হতে চমকে গিয়েছিলেন দর্শকরা। যদিও পরে জানা যায়, সবটাই আসলে ‘পেলান’।
https://www.instagram.com/p/CaXzfhKhBrO/?utm_medium=copy_link
আসলে সম্প্রতি মিঠাইয়ের পুলিস দাদা অর্থাৎ এসিপি রুদ্রর মন ভেঙেছে। ধারাকে প্রোপোজ করায় সে জানতে পারে যে ধারা আসলে অন্য কাউকে ভালবাসে। তারপর থেকেই মনমরা রুদ্র। তাই পুলিস দাদার মন ভাল করতেই পরিকল্পনা করছে সিড মিঠাইয়ের। সেই পরিকল্পনার একটি অংশ হিসাবেই এমন সাজপোশাক। মনোবিদ সেজেছে সিড মিঠাই। নীপার সঙ্গে রুদ্রর মিল করানোটাই এখন লক্ষ্য হল্লা পার্টির।





Made in India