বাংলাহান্ট ডেস্ক: লাইমলাইট থেকে চেয়েও সরতে পারেন না শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। বারে বারে বিভিন্ন কারণে চর্চায় উঠে আসে তাঁর ব্যক্তি জীবন। কখনো আইনি ঝামেলায় জড়িয়ে আবার কখনো ‘চতুর্থ প্রেমিকে’র দৌলতে সংবাদ শিরোনামে থাকেন তিনি। শ্রাবন্তীর জীবনে একাধিক পুরুষের আনাগোনা নিয়ে বরাবরই আমজনতার কৌতূহল একটু বেশিই থেকেছে।
কিছুদিন আগেই কাশ্মীর থেকে ছবি, ভিডিও শেয়ার করেছিলেন শ্রাবন্তী। আসন্ন ছবির শুটিংয়েই ভূস্বর্গে রয়েছেন তিনি। অবশ্য তিনি একা নন। সঙ্গে রয়েছেন অভিনেতা ওম সাহানি (Om Sahani) ও তাঁর স্ত্রী মিমি দত্ত। পরিচালক অয়ন দত্তের ছবি ‘ভয় পেয়ো না’তে জুটি বেঁধেছেন ওম শ্রাবন্তী। ছবির একটি গানের শুটিং হয়েছে কাশ্মীরে।

বরফে ঢাকা উপত্যকার মাঝেও স্লিভলেস ব্লাউজ ও গোলাপি সিল্কের শাড়িতে দেখা মিলল শ্রাবন্তীর। ঠাণ্ডাও যেন হার মানছে টলি ডিভার রূপের উষ্ণতায়। দিব্যি ক্যামেরার সামনে নানান পোজ দিয়ে ছবি তুললেন অভিনেত্রী। তবে সবথেকে বেশি নজর কাড়ল ওমের বুকে মাথা রেখে শ্রাবন্তীর একটি ঘনিষ্ঠ ছবি।
https://www.instagram.com/p/CarZq1TP1wn/?utm_medium=copy_link
https://www.instagram.com/p/CatOKdnB03d/?utm_medium=copy_link
ছবিটি শেয়ার করে ওম লিখলেন, ‘এই অভিজ্ঞতাটা আমি চিরদিন মনে রাখব। আর অপেক্ষা করতে পারছি না।’ এই ছবিতেও কয়েকজন কটাক্ষ করতে বাকি রাখেননি। একজনের কুৎসিত ইঙ্গিত, এই ছেলেটাকেও ফাঁসালেন! আরেকজন রীতিমতো তুইতোকারি করে লিখেছেন, ‘শ্রাবন্তী তোর বিয়ে করতে লজ্জা করে না?’


প্রসঙ্গত, গত বছর থেকেই অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি অভিনেত্রীর বাড়ির কালীপুজোতেও এসেছিলেন তিনি। এবারে আর কোনো লুকোছাপা করেননি। শ্রাবন্তীর পাশে বসেই দিব্যি ক্যামেরাবন্দি হয়েছেন অভিরূপ।
https://www.instagram.com/p/CawGgjIIi3H/?utm_medium=copy_link
এর আগে অভিরূপের বিশ্বকর্মা পুজোতেও এসেছিলেন শ্রাবন্তী ও মদন। অভিরূপের সঙ্গে রেস্তোরাঁয় গিয়েছেন তিনি। মাঝে মালদ্বীপ ও দুবাই ঘুরে এসেছেন অভিনেত্রী। শোনা গিয়েছে, দুবারেই নাকি তাঁর সঙ্গী হয়েছিলেন অভিরূপ। যদিও খুব সচেতন ভাবেই চর্চিত প্রেমিককে সোশ্যাল মিডিয়া থেকে লুকিয়ে রেখেছেন শ্রাবন্তী। তবে এখন যেভাবে তিনি প্রকাশ্যে আসছেন তাতে অনেকের সন্দেহ, সম্পর্কটাকে স্বীকৃতি দেওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা।





Made in India