বাংলাহান্ট ডেস্ক: নতুনদের ভিড়ের মাঝে প্রেক্ষাগৃহ থেকে বিদায় নিয়েছে ‘পুষ্পা’ (Pushpa)। কিন্তু সিনেপ্রেমীদের মনে পুষ্পারাজের আসন টলায় কার সাধ্যি! এখনো বহাল তবিয়তে রাজত্ব করছেন আল্লু অর্জুন (Allu Arjun)। বিনোদুনিয়া থেকে ক্রীড়া জগৎ, আর এখন রাজনৈতিক মহলেও ঢুকে পড়েছে পুষ্পারাজ।
শুধুমাত্র একটি কারণে তো পুষ্পাকে ভালবাসেনি মানুষ। ভিন্ন ভাষা, সংষ্কৃতির বাধা পেরিয়ে গোটা ভারত তথা বিশ্ব মেতেছে আল্লুর ক্যারিশ্মায়। শুধু তো হিন্দি নয়, আসল তেলুগু ভার্সনটিও অত্যন্ত জনপ্রিয় হয়েছে সিনে মহলে। ছবির গল্প থেকে শুরু করে গান, বিশেষ করে পুষ্পারাজ ওরফে আল্লু অর্জুনের সিগনেচার স্টাইলও ব্যাপক জনপ্রিয় হয়েছে।

শ্রীভল্লি, সামি সামি কিংবা উ আনটাভা, ছবির প্রায় প্রতিটি গানই ভাইরাল হয়েছে। পুষ্পার উন্মাদনা পৌঁছেছে বিদেশেও। প্রাক্তন অস্ট্রেলিয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নার পা মিলিয়েছেন ‘শ্রীভল্লি’র স্টেপের সঙ্গে। ক্রীড়া জগৎ থেকে রাজনীতি সর্বত্রই পুষ্পার রমরমা।
সোশ্যাল মিডিয়ায় রিল সংষ্কৃতিতেও এখনো পুষ্পা ঝড় অব্যাহত। ছবির জনপ্রিয় সংলাপ ও থুতনির নীচে হাত টানার স্টাইল নকল করে দেদারে বানানো হচ্ছে রিল। এমনকি এক সদ্যোজাত শিশুকেও দেখা গিয়েছে পুষ্পারাজের নকল করতে!

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তোলালের মধ্যে মুড়ে রাখা হয়েছে এক নবজাতককে। এখনো ঠিক মতো চোখও ফোটেনি তার। অথচ এর মধ্যেই থুতনির নীচে ছোট্ট হাত দিয়ে পুষ্পার ভাইরাল স্টাইল নকল করছে খুদে। ভিডিওটির সঙ্গে পুষ্পারাজের কণ্ঠে জনপ্রিয় সংলাপ ‘ম্যায় ঝুঁকেগা নেহি’ জুড়ে দেওয়া হয়েছে।
https://www.instagram.com/reel/CayiowAFT9x/?utm_medium=copy_link
আট থেকে আশি, কার্যত সব বয়সের মানুষকেই ‘দিওয়ানা’ বানিয়ে দিয়েছেন আল্লু অর্জুন। ভারতীয় সিনেমার সবথেকে জনপ্রিয় ছবিগুলির তালিকায় নাম লিখিয়েছে ‘পুষ্পা’। মশলা এন্টারটেনার হয়েও যে বক্স অফিসে এমন প্রভাব ফেলা যায় তা বুঝিয়ে দিয়েছেন আল্লু। পুষ্পা সিরিজের প্রথম ছবিতেই এত জনপ্রিয়তা। সিক্যুয়েলের জন্য উন্মাদনা যে আরো বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।





Made in India