বাংলাহান্ট ডেস্ক: প্রথমে সঞ্চালনা থেকে, আর এবারে সোশ্যাল মিডিয়া থেকেও বিরতি নেওয়ার কথা ঘোষনা করলেন আদিত্য নারায়ণ (Aditya Narayan)। সদ্যোজাত মেয়ে ত্বিষার সঙ্গে প্রথম ছবি শেয়ার করে আবারো এক খারাপ খবর জানালেন উদিত পুত্র। পরপর এমন আঘাতে মুখ ভার আদিত্যর অনুরাগীদের।
একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আদিত্য। দেখা যাচ্ছে, ছোট্ট মেয়েকে তোয়ালেতে জড়িয়ে কোলে নিয়েছেন বাবা আদিত্য। ঠোঁটে উপচে পড়ছে হাসি। না, এখনো পর্যন্ত মেয়ের মুখ তিনি দেখাননি। সঞ্চালক লিখেছেন, ‘কৃতজ্ঞ, ভাগ্যবান, আশীর্বাদধন্য। আগামী কিছু সপ্তাহ আমার পরীর সঙ্গে কাটাব। শীঘ্রই দেখা হচ্ছে নেটজগৎ।’

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে একজন জিজ্ঞাসা করেছিলেন, মেয়ের ছবি কবে শেয়ার করবেন আদিত্য? উত্তরে তিনি জানিয়েছিলেন, ত্বিষার মা শ্বেতার থেকে অনুমতি পেলেই শেয়ার করবেন। অবশ্য বড়রা বলেছেন, জন্মের পর ৪০ দিনের মধ্যে সবার সামনে নবজাতকের মুখ প্রকাশ্যে না আনাই ভাল।
গত ২৪ ফেব্রুয়ারি জন্ম হয়েছে ত্বিষার। আদিত্য জানান, তাঁকে সবাই বলেছিল যে ছেলে হবে। কিন্তু মনে মনে তাঁর ইচ্ছা ছিল মেয়ের। আদিত্যর মনের ইচ্ছা পূরণ হয়েছে। তাঁর মতে, বাবা রা মেয়েদেরই মনের বেশি কাছাকাছি হন। তাই তাঁরও খুব মেয়ের শখ ছিল। বাবা মা হয়ে ভীষণ খুশি তিনি ও শ্বেতা। এমনকি সকলে যখন ছেলের নাম বাছতে ব্যস্ত ছিলেন। তখন না জেনেও মেয়ের জন্য নাম পছন্দ করছিলেন আদিত্য।
https://www.instagram.com/p/Ca632tBPWAo/?utm_medium=copy_link
সম্প্রতি রিয়েলিটি শোয়ের সঞ্চালনা থেকে অবসর ঘোষনা করেছেন তিনি। আদিত্য জানান, সদ্যোজাত মেয়ে ত্বিষা, স্ত্রী শ্বেতা ও পরিবারের জন্য বেশি সময় দিতে চান তিনি। আগে সঞ্চালনার কাজটা থেকে যে উত্তেজনা পেতেন সেটা এখন আর তিনি পান না। এখন নিজের গান, নাচ এবং শরীরচর্চার উপরে আরো বেশি করে মনোযোগ দিতে চান তিনি।
আদিত্য আরো বলেন, ‘আমি কেরিয়ারের শীর্ষে রয়েছি। গত চার বছরে সবকটি চ্যানেলে সবকটি গানের রিয়েলিটি শোয়ের সঞ্চালনা করেছি। এটাই সেরা সময় ছেড়ে দেওয়ার। চ্যানেলগুলো আমাকে এখন যা পারিশ্রমিক দেয় তার থেকে বেশি দেবে না। শুধু প্রথম সারির তারকা ও প্রযোজকরা বেশি টাকা পায়।’





Made in India