বাংলাহান্ট ডেস্ক : পেটে প্রবল ব্যথা নিয়ে হাসপাতালে অভিনেতা ঋদ্ধি সেন। সোমবারই অস্ত্রোপচার করা হবে তাঁর। অভিনেতার কিডনিতে স্টোন ধরা পড়েছে বলেই খবর।
এই প্রসঙ্গে ঋদ্ধি সেনের বাবা অভিনেতা কৌশিক সেন বলেন, ‘হঠাৎ করে পেটে ভয়ংকর ব্যথা শুরু হয় ঋদ্ধির। শনিবারই পরীক্ষা নিরীক্ষা হয়। আর তাতেই ধরা পড়ে কিডনিতে স্টোন।’ অবিলম্বে অস্ত্রোপচার করতে হবে বলেই জানিয়েছেন তিনি। জানা গিয়েছে পেটে ব্যথা থাকলেও আপাতত স্থিতিশীল ঋদ্ধি। ডাক্তারের পরামর্শ মেনেই চলতে হচ্ছে তাকে। ছেলের অসুস্থতার কারণে কৌশিক সেন নিজের শ্যুটিং এর শিডিউল বদল করেছেন বলেও জানা গিয়েছে।
ছোটোবেলা থেকেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত ঋদ্ধি। বাবা মা দুজনেই অভিনেতা হওয়ার দৌলতে কার্যতই অভিনয় তাঁর রক্তে। ২০১৭ সালে কৌশিক গঙ্গোপাধ্যায়ের নগরকীর্তন সিনেমায় অভিনয়ের পরই রাতারাতি বড় ধরণের সাফল্য আসে ঋদ্ধির ঝুলিতে। এই ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরষ্কারও পান তিনি। একের পর এক বাংলা হিট ছবি, ওয়েব সিরিজে অভিনয়ের মধ্যেই বলিউডেও পা রেখেছেন ঋদ্ধি সেন। হেলিকপ্টার ইলা সিনেমায় কাজলের ছেলের চরিত্রর দেখা গিয়েছিল তাঁকে।
View this post on Instagram
গতকালই একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তাঁর অভিনিত ওয়েব সিরিজ সুন্দরবনের বিদ্যাসাগর। সেখানে অভিনেত্রী ঊষসী রায়কে দেখা যাবে তাঁর সঙ্গে। শুক্রবার এই সিরিজের বিষয়বস্তু নিয়ে একটি পোস্ট করার পরই সম্ভবত অসুস্থ হয়ে পড়েন ঋদ্ধি। তাঁর অসুস্থতার খবর পেয়ে দ্রুত আরোগ্য কামনা করছেন অনুগামীরা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অভিনেত্রী সুরঞ্জনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই একটি সম্পর্কে রয়েছেন ঋদ্ধি।





Made in India