বাংলাহান্ট ডেস্ক: বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। দিব্যি লুকিয়ে চুরিয়ে প্রেম পর্ব সেরে বিয়ের পিঁড়িতে বসে পড়েন দুজনে। গত বছরের ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েন ভিক্যাট জুটি। তাঁদের বিয়েটা সম্ভবত বছরের সবথেকে বড় ঘটনাগুলির মধ্যে অন্যতম ছিল।
পঞ্জাবি পরিবারে গিয়ে বেশ মানিয়ে নিয়েছেন ক্যাটরিনা। প্রেম পর্বের সময়ে যুগলে ছবি শেয়ার না করলেও বিয়ের পর অনুরাগীদের অভিযোগের সুযোগই দেননি অভিনেত্রী। স্বামীর সঙ্গে তো ছবি শেয়ার করেনই, পাশাপাশি নিজের টুকটাক ফটোশুটের ছবিও ভাগ করে নেন ক্যাট।

সম্প্রতি সুইমস্যুট পরে কিছু ছবি শেয়ার করেছিলেন তিনি। গোলাপি সুইমস্যুট ও মাথায় টুপি পরে লেন্সবন্দি হয়েছেন তিনি। বিকিনি ফটোশুটের ছবি দেখে নেটনাগরিকদের চক্ষু চড়কগাছ হয়েছে। কিন্তু ক্যাটরিনার শ্বশুরবাড়ির লোকজন কী প্রতিক্রিয়া দিয়েছিলেন?
নতুন বৌমাকে বিকিনিতে দেখে কী বলেছিলেন শ্বশুর শ্যাম কৌশল? উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনার শেয়ার করা বিকিনি রা ছবিটিতে লাইক দিয়েছেন ভিকির বাবা। না, কোনো কমেন্ট তিনি করেননি। শুধু একটি লাইক দিয়েই সম্ভবত বুঝিয়ে দিয়েছেন যে বৌমাকে এমন অবতারে দেখে তাঁর আপত্তি নেই খুব একটা।
প্রসঙ্গত, বিয়ের পর এই প্রথম একসঙ্গে হোলি উদযাপন করেছেন ক্যাটরিনা ভিকি। পঞ্জাবি পরিবারের হোলি উৎসব প্রথম বার চাক্ষুস করছেন অভিনেত্রী। সকাল সকাল আবির মেখে ছবি শেয়ার করেছেন স্বামী স্ত্রী। সকলকে জানিয়েছেন হোলির শুভেচ্ছা।

ছবিতে দেখা যাচ্ছে, ভিকি ক্যাটরিনার অ্যাপার্টমেন্টের ব্যালকনিতেই রঙ খেলায় মেতে উঠেছেন সকলে। শ্বশুর, শাশুড়ি ও দেওরকে সঙ্গে নিয়ে ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা। শাশুড়িমাকে জড়িয়ে ধরে হাসিমুখে পোজ দিয়েছেন তিনি। দ্বিতীয় ছবিতে বৌমার গালে লাল আবির ছোঁয়াতেও দেখা গিয়েছে ভিকির মাকে।





Made in India