বাংলা হান্ট নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়াতে রোজই নানান ভিডিও ভাইরাল হয়। এর মধ্যে কিছু ভিডিও হয় মজার। কিছু ভিডিও হয় দুঃখের। নানার আবেগের ভিডিও বা ছবির সম্ভার হলো সোশ্যাল মিডিয়া। কোনও ভিডিও ইতিবাচক বা নেতিবাচক ভাবে নেটিনেজনের মনকে নাড়া দিতে পারলেই মানুষ সেই ভিডিও শেয়ার করেন। সম্প্রতি এমন করেই মানুষের নজর কেড়েছে একটি গরুর ভিডিও।
ভিডিওটি এমন একটি সাথে সম্পর্কিত, যে জলের তেষ্টা মেটাতে এমন এক কাজ করেছেন যা দেখে আপনিও হতবাক হয়ে যাবেন এবং গরুটির বুদ্ধির প্রশংসা করতে বাধ্য হবেন। ভিডিওটি অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ জন মানুষ দেখেছেন এবং 75 হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন। ভিডিওটি নিয়ে নেটিজেনরাও নানান রকম মন্তব্যও করছেন।
কয়েক সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় যে গরুটি খুব তৃষ্ণার্ত কিন্তু কোথাও পানীয় জল খুঁজে পায়নি। খানিকক্ষণ পরে সেই প্রাণীটি একটি জলের কল খুঁজে পায়। চারপেয়ে একটি প্রাণী হলেও যেভাবে নিজেই জলের কলটি খুলে গরুটি জল পান করে তা দেখে আপনি আশ্চর্য হতে বাধ্য। গরুটি শিংয়ের সাহায্য নিয়ে কলের মুখটি খুলে নেয়। এরপর সে শুধু নিজে জল পান করেননি, পান করার পরে নিজেই কলটি বন্ধও করেছিলেন, যা অনেক মানুষও সবসময় করেন না।
View this post on Instagram
সেই বিচিত্র ঘটনার জন্যই ভিডিওটি ভাইরাল হয়। তবে ভিডিওটি কবে বা কোথাকার তা জানা না গেলেও বেশ কিছুদিন ধরে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচণ্ডভাবে দেখা হচ্ছে। সম্প্রতি ভিডিওটি ইনস্টাগ্রামে “ঘন্টা” যেখান থেকে প্রচুরমাত্রাই শেয়ার করেছেন নেটিজেনরা।





Made in India