বাংলাহান্ট ডেস্ক: নাচ, গানের রিয়েলিটি শো তো কম নেই কোনো চ্যানেলেই। হিন্দিতে জনপ্রিয় অমিতাভ বচ্চনের ‘কউন বনেগা ক্রোড়পতি’ও। কিন্তু বাংলায় ‘দাদাগিরি’র (Dadagiri) কাছাকাছি কোনো শো ই সম্ভবত যেতে পারবে না। অনেক বছর ধরে চলছে এই বিশেষ কুইজ শো। আর প্রতিটি পর্বেই বাড়ছে জনপ্রিয়তা। তার সিংহভাগ কৃতিত্বটা যে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) প্রাপ্য তা আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না।
আদ্যোপান্ত খেলার জগতের একটা মানুষ প্রথম বার সঞ্চালনায় নেমে যে এমন ম্যাজিক দেখাতে পারেন তা ভাবতেও পারেননি অনেকে। দেখতে দেখতে সিজন নয় এ চলে এসেছে দাদাগিরি। গত বছর সেপ্টেম্বরে শুরু হয়েছিল নবম সিজন। দেখতে দেখতে কেটে গিয়েছে ছয় মাস।

এবার বিদায় জানানোর পালা দাদা ও তাঁর টিমকে। হ্যাঁ, শেষ হতে চলেছে দাদাগিরি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেই খবরটা জানিয়েছেন সৌরভ। দাদাগিরির সেটের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘আরেকটি সিজনের প্রায় শেষের দিকে’। তারপর থেকেই মন খারাপ দর্শকদের।
https://www.instagram.com/p/CbwxLe4v_da/?utm_medium=copy_link
শোয়ের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় জানিয়েছেন, সব শোয়েরই তো শুরুর মতো শেষ থাকে। দাদাগিরিও ব্যতিক্রম নয়। তবে সান্ত্বনা একটাই। আগামী মে মাস পর্যন্ত শুটিং চলবে। তারপর জুন নাগাদ হবে দাদাগিরির ফিনালে পর্ব।
আগামীতে বেশ কয়েকটি মজার পর্ব দেখা যাবে দাদাগিরিতে। তার মধ্যে একটি পর্বে গানও গাইতে দেখা যাবে সৌরভকে। বিশেষ পর্বটিতে আরো কয়েকজন গায়ক গায়িকা ও অভিনেতাদের নিয়ে প্রতিযোগী হয়ে আসছেন অনুপম রায়। তাঁর অনুরোধেই গান ধরবেন মহারাজ। বাংলা নববর্ষের পরেই এই পর্বটি দেখা যাবে বলে খবর।
https://www.instagram.com/p/Cb0E_r8LWE6/?utm_medium=copy_link
নবম সিজন শুরুর আগে গুঞ্জন ছড়িয়েছিল, সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি ছেড়ে দিচ্ছেন দাদাগীরি। তখন শোয়ের পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় দাবি করেছিলেন, এমন কোনো কথাই দাদা জানাননি তাঁকে। আসলে ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছাড়া যে দাদাগিরি অচল সে কথা স্বীকার করবেন সকলেই। দাদাগিরি কথাটাই যেন তৈরি হয়েছিল সৌরভকে মাথায় রেখে। তাই সিজন শেষ হওয়ার খবরেই মুষড়ে পড়েছেন সকলেই।





Made in India