বাংলাহান্ট ডেস্ক: সাম্প্রতিক কালে পরপর ছবি ফ্লপ হলেও একটা সময়ে ইন্ডাস্ট্রিতে বেশ দহরম মহরম ছিল জন আব্রাহামের (John Abraham)। তাঁর ফ্যানবেসও নেহাত ছোট নয়। কিন্তু তা সত্ত্বেও ছবি ফ্লপ হওয়া থেকে আটকাতে পারছেন না জন। তবে আজ তিনি যে জায়গায় আছেন তার জন্য বলিউডেরই আরেক অভিনেতাকে কৃতিত্ব দিয়েছেন জন।
তিনি হলেন ইন্ডাস্ট্রির কিং শাহরুখ খান (Shahrukh Khan)। জন জানান, অভিনয়ের সফর শুরুর আগে তিনি মডেল ছিলেন। তিনি যে শোতে প্রতিযোগী হয়েছিলেন সেই শোতে বিচারকের আসনে ছিলেন শাহরুখ। জন বলেন, “আমি আজ যে জায়গায় রয়েছি তার জন্য শাহরুখ দায়ী। আমি যখন মডেলিং শুরু করি, উনি ওই শোয়ের বিচারক ছিলেন। ওঁর কাছে হয়তো ওটা মামুলি কোনো শো ছিল, কিন্তু আমি ওঁর কাছে ঋণী।”

আগামীতে শাহরুখের সঙ্গেই স্ক্রিন শেয়ার করছেন জন। ‘পাঠান’ ছবিতে খলনায়কের চরিত্রে রয়েছেন জন। এছাড়াও দেখা যাবে দীপিকা পাডুকোন কে। আগামী বছর প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের দিন মুক্তি পেতে চলেছে পাঠান।
প্রসঙ্গত, গত ১ লা এপ্রিল মুক্তি পেয়েছে ছবিটি। কিন্তু দর্শক ‘এপ্রিল ফুল’এর মতোই উড়িয়ে দিয়েছেন জনকে। শুরুতেই কার্যত মুখ থুবড়ে পড়েছে অ্যাটাক। প্রথম দিনে মেরেকেটে মাত্র ৩ কোটি টাকা তুলতে পেরেছে এই ছবি। দ্বিতীয় দিনেও ছবিটা একই রকম। শনিবারেও ৩-৫ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে অ্যাটাক। বোঝাই যাচ্ছে, দর্শকরা শুরুতেই কার্যত মুখ ফিরিয়ে নিয়েছেন জনের ছবির দিক থেকে।
অবশ্য পরিস্থিতিটা যে এমন হবে তা আগে থেকেই জানা ছিল। কারণ এই মুহূর্তে বক্স অফিস কাঁপাচ্ছে বলিউডের ‘দ্য কাশ্মীর ফাইলস’ ও দক্ষিণের ‘আর আর আর’। এস এস রাজামৌলির ব্রহ্মাস্ত্রর সামনে কাশ্মীর ফাইলস টিকে গেলেও ঝড়ে উড়ে গিয়েছে অ্যাটাক। এমতাবস্থায় ফিল্ম সমালোচকরাও খুব একটা আশার আলো দেখছেন না অ্যাটাককে নিয়ে।





Made in India