বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি মরশুমের আইপিএলে বিরাট কোহলির খারাপ পারফরম্যান্স দেখে চিন্তায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। বিরাট কোহলি দীর্ঘদিন ধরে তার অফফর্মের সঙ্গে লড়াই করছেন। ব্যাট হাতে তিনি ভারতের হয়ে শেষ কিছু মাসে নিজের পরিচিত ছন্দে ছিলেন না, এবার আইপিএলেও নিজের পারফরম্যান্সের দিক দিকে বাকিদের চেয়ে অনেক পিছিয়ে রয়েছেন প্রাক্তন অধিনায়ক। এদিকে, দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বিরাট কোহলিকে নিয়ে একটি বড় বিবৃতি দিয়েছেন যার থেকে বোঝা গিয়েছে যে তিনিও কোহলির জন্য চিন্তিত রয়েছেন।
বিরাট কোহলি আইপিএল ২০২২-এ ব্যাটসম্যান হিসাবে নিজের সুনাম অনুযায়ী পারফর্ম করতে সক্ষম হননি। সম্প্রতি লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলায় কোহলি আউট হন শূন্য রানে। এমন পরিস্থিতিতে কোহলিকে ক্রিকেট থেকে বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন রবি শাস্ত্রী। স্টার স্পোর্টসের সাথে কথোপকথনে শাস্ত্রী বলেছেন, ‘যখন বায়ো বাবল প্রথম শুরু হয়েছিল, আমি কোচ ছিলাম, তখন আমি প্রথমে বলেছিলাম যে আপনাকে খেলোয়াড়দের প্রতি সহানুভূতি দেখাতে হবে। আপনি যদি তার উপর খুব বেশি চাপ দেন, তাহলে তার মধ্যেও একটি সীমা থাকে। যার ফলে ক্রিকেটারদের পক্ষে নিজের সেরাটা দেওয়া কঠিন হতে পারে। এমন পরিস্থিতিতে সকলকে খুব সতর্ক থাকতে হবে।

কোহলি সম্পর্কে কথা বলতে গিয়ে, ভারতীয় দলের প্রাক্তন প্রধান কোচ (রবি শাস্ত্রী) বলেছেন, “আমি সরাসরি এখানে মূল খেলোয়াড়ের সঙ্গে যুক্ত ছিলাম দীর্ঘদিন। যদি কারোর বিরতির প্রয়োজন হয় তবে তাকে সেটা দেওয়া উচিত। সেটা দুই মাসের বিরতিই হোক বা দেড় মাসের। সেটা ইংল্যান্ড সফরের পরেই হোক বা ইংল্যান্ড সফরের আগে। তাদের এটা খুবই প্রয়োজন। বিরাট কোহলিও এই নিয়মের ব্যতিক্রম নন, কারণ তার এখনও ছয়-সাত বছরের ক্রিকেট বাকি আছে এবং আপনি মানসিক অবসাদের কারণে সেটা নিশ্চয়ই খোয়াতে চাইবেন না।”
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সবচেয়ে বড় ব্যাটার বিরাট কোহলি চলতি মরশুমে একেবারেই ফ্লপ। বিরাট এখনও পর্যন্ত ৭ ম্যাচে ২০ গড়ে রান করেছেন। বিরাট কোহলিকে ১৫ কোটি টাকায় ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিছু এই মরশুমে এখনও পর্যন্ত তার সর্বোচ্চ রান মাত্র ৪৮। দুটি ম্যাচ বাদে প্রতি ম্যাচেই ব্যাট হাতে ফ্লপ তিনি যা একেবারেই কোহলি সুলভ নয়।





Made in India