বাংলাহান্ট ডেস্ক: একজন অভিনেতা চরিত্রের প্রয়োজনে নিজের সর্বস্ব টুকু দিয়ে চেষ্টা করছেন। তাতেও আপত্তি টলিউডের একাংশের। ‘অপরাজিত’ ছবিতে সত্যজিৎ রায় হয়ে উঠতে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal) রক্ত ঝরিয়ে নিজের দাঁতের পাটিতে বদল এনেছেন। স্ত্রী নবনীতা দাস এ খবর শেয়ার করার পর থেকেই ব্যঙ্গ বিদ্রুপের শিকার অভিনেতা। পালটা জিতুর পাশে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রির উদ্দেশে তোপ দাগলেন সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)।
রবিবার নিজের ফেসবুক পোস্টে তীব্র কটাক্ষ শানিয়েছিলেন বাংলা ইন্ডাস্ট্রিকে নিশানা করে। মুখেই শুধু ‘বাংলা ছবি দেখুন, ইন্ডাস্ট্রিকে বাঁচান’। এদিকে ভেতরে ভেতরে একে অন্যের পা ধরে টেনে নামাতে ব্যস্ত। নাম না করে সুদীপ্তা অভিযোগ করেছিলেন, কিছু মানুষ তথাকথিত ছোট অভিনেতা, পরিচালকদের কাজকে ছোট করে মহান সাজছেন সোশ্যাল মিডিয়ায়। আর বড় পরিচালকদের প্রশংসা করছেন।

সোমবার জানা গেল, জিতুর পক্ষে সুর চড়িয়েই বাংলা ইন্ডাস্ট্রিকে একহাত নিয়েছেন সুদীপ্তা। ব্যাপারটা ঠিক কী? আসলে পরিচালক অনীক দত্তের ছবিতে কিংবদন্তি সত্যজিৎ রায় ওরফে ‘অপরাজিত রায়’ এর চরিত্রে অভিনয় করছেন জিতু।
সত্যজিতের মতো দেখানোর জন্য প্রস্থেটিক মেকআপের সাহায্য নিতে হয়েছিল জিতুকে। কিন্তু সত্যজিৎ রায়ের দাঁতের পাটির সঙ্গে অভিনেতার নিজের দাঁতের পাটির অনেক ফারাক। ওইটুকু খুঁতও রাখতে চাননি জিতু। ড্রিল মেশিন দিয়ে ঘষে দাঁতের মধ্যে ফাঁক চওড়া করেছেন।
অথচ এই পরিমাণ আত্মোৎসর্গের খবর প্রকাশ্যে আসতে প্রশংসার বদলে কটাক্ষ শুনতে হয়েছে জিতুকে। সোশ্যাল মিডিয়ায় দুদিন ধরে এই ঘটনা দেখতে দেখতে ধৈর্যের বাঁধ ভাঙে সুদীপ্তার। অভিনেত্রীর প্রশ্ন, “ডগি কোলে নিয়ে ছবি দিলে কোনো দোষ হয় না। আর একজন নবীন অভিনেতা নিখুঁত হওয়ার জন্য চেষ্টা করলেই খিল্লি হয়?”
বাংলা ইন্ডাস্ট্রির দুমুখো স্বভাবকে যেভাবে জোর গলায় কটাক্ষ করেছেন সুদীপ্তা তাতে অনেকেই সমর্থন জানিয়েছেন। অভিনেত্রী জানান, ইন্ডাস্ট্রিরই অনেকে তাঁর পোস্ট শেয়ার করেছেন। এসব দেখে এখনো আশাবাদী সুদীপ্তা।





Made in India