বাংলা হান্ট ডেস্কঃ 2024 লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এবার এক বড় পদক্ষেপ নিতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দেশজুড়ে নির্বাচনের পূর্বে সংগঠনকে চাঙ্গা করার জন্য এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চলেছে বিজেপি আর সেই কারণেই গোটা ভারতে ‘বুথ সশক্তিকরণ অভিযান’ শুরু করেছে তারা।
সূত্রের খবর, এই অভিযান সম্পর্কিত দেশের আটটি রাজ্যে নিজেদের সংগঠনকে চাঙ্গা করে তোলার জন্য দিলীপ ঘোষকে এবার বড় দায়িত্ব দিতে চলেছে বিজেপি নেতৃত্ব। তবে এহেন সিদ্ধান্তের পিছনে কেন্দ্রীয় নেতৃত্ব আদতে পশ্চিমবঙ্গ থেকে তাঁকে দূরে সরাতে চাইছে বলেই মত বিশেষজ্ঞদের।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ফল প্রকাশের পর থেকেই বিজেপি দলের অন্দরে শুরু হয় ভাঙন। দুশোর লক্ষ্যমাত্রা নিয়েও মাত্র 77-এ থেমে যাওয়ার পর থেকেই ধীরে ধীরে বিজেপি ছেড়ে শাসকদলে প্রত্যাবর্তন ঘটে বহু নেতার। এর মাঝেই বাংলা থেকে বিজেপি রাজ্য সভাপতির পদ থেকে অপসারিত করে তার পরিবর্তে সর্বভারতীয় সহ-সভাপতি পদে নিযুক্ত করা হয় দিলীপ ঘোষকে। স্বভাবতই, কেন্দ্রের এই অবস্থানের ফলে পশ্চিমবঙ্গের সংগঠন আরো দুর্বল হয়ে পড়ে আর এবার এই নতুন দায়িত্ব দিয়ে বাংলা থেকে একপ্রকার তাঁকে অপসারিত করল বলেই মত রাজনৈতিক মহলের।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পূর্বে সাংগঠনিকভাবে দুর্বল বেশ কিছু বুথে নিজেদের অবস্থানকে শক্তিশালী করে তোলার জন্য একটি কমিটি গঠন করতে চলেছে বিজেপি আর সেই কমিটিতেই বড় দায়িত্ব পেতে চলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, বর্তমানে গোটা ভারতে 75000 টি এরকম বুথ রয়েছে। আর তার মধ্যে এবার উড়িষ্যা, ঝাড়খণ্ড, আন্দামান, মনিপুর, ত্রিপুরা ও মেঘালয়ের মতো রাজ্যগুলিকে পাখির চোখ করতে চলছে তারা।
 
			 





 Made in India
 Made in India