বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। পূর্ব বর্ধমান জেলার ডিএম অফিসের পক্ষ থেকে জারি নির্দেশিকা সম্পর্কিত সকল প্রক্রিয়া দেওয়া রইলো নীচে। সম্প্রতি, ডিএম অফিসের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যার মাধ্যমে কেবল মাধ্যমিক পাশেই একাধিক স্টাফ নিয়োগ করা হতে চলেছে। আপনি যদি এই কাজের জন্য আগ্রহী এবং যোগ্য হন, তাহলে দেখে নিন এই প্রতিবেদনটি, যেখানে যোগ্যতা, বয়স ও আবেদন পদ্ধতি সহ যাবতীয় তথ্য তুলে ধরা হলো।
পদের নাম: 
1. প্যারামেডিক্যাল স্টাফ
2. প্রবেশান অফিসার
3. আউট রিচ ওয়ার্কার
পদের সংখ্যা: এক্ষেত্রে মোট 3 টি শূন্য পদে নিয়োগ হতে চলেছে, যেখানে প্যারামেডিক্যাল স্টাফ, প্রবেশান অফিসার ও আউট রিচ ওয়ার্কার প্রতি একজন করে স্টাফ নিয়োগ করা হবে।
কাজের সময়সীমা: ফুল টাইম।
স্যালারি: 
1. প্যারামেডিক্যাল স্টাফ – 12000 টাকা।
2. প্রবেশান অফিসার – 23100 টাকা।
3. আউট রিচ ওয়ার্কার – 12000 টাকা।
অভিজ্ঞতা: এর জন্য কোনো রকম অভিজ্ঞতা লাগবে না।
আবেদন মূল্য: এই পদে আবেদন করার জন্য কোনো রকম মূল্য লাগবে না।
বয়স সীমা: এক্ষেত্রে বিভিন্ন পদে বিভিন্ন ধরণের বয়সসীমা ধার্য করা হয়েছে। প্যারামেডিক্যাল স্টাফের ক্ষেত্রে বয়সসীমা 21 থেকে 40 বছর। প্রবেশান অফিসারের ক্ষেত্রে এই সীমা 18 থেকে 45 বছর এবং
আউট রিচ ওয়ার্কারের ক্ষেত্রে 18 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা: 
1. প্যারামেডিক্যাল স্টাফ – উচ্চমাধ্যমিক পাস করার সঙ্গে nursing/pharmacy তে ডিপ্লোমা থাকতে হবে। সঙ্গে চাই 3 বছরের অভিজ্ঞতা।
2. প্রবেশান অফিসার – আইন বিষয়ে graduation সহ 3 বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটারে দক্ষতা।
3. আউট রিচ ওয়ার্কার – মাধ্যমিক পাস সহ 2 বছরের অভিজ্ঞতা এবং good communication skill
আবেদন প্রক্রিয়া: 
1. আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
2.  https://purbabardhaman.nic.in ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম ডাউনলোড করে সেটিকে প্রিন্ট করতে হবে।
3. এরপর ফর্ম পূরণ করে documents গুলি যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠান।
আবেদনের তারিখ: 26/05/2022 থেকে 15/06/2022।
নিয়োগ পদ্ধতি:
1. লিখিত পরীক্ষা।
2. কম্পিউটার টেস্ট।
3. ইন্টারভিউ।
 
			 





 Made in India
 Made in India