বাংলাহান্ট ডেস্ক: বুদ্ধি আর কৌতুক বোধে মীর আফসার আলির (Mir Afsar Ali) সঙ্গে কারোর তুলনা চলেনা বোধকরি। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে উপচে পড়ে হাসির রোল। মাঝে মাঝে এমন এক একটি মন্তব্য করেন তিনি যা নিমেষে ভাইরাল হয়ে যায়। কিছুদিন আগেই এমন একটি মন্তব্য ভাইরাল হয়েছিল নেটপাড়ায়।
তবে এবারে কোনো মন্তব্য নয়, মীরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে ভিডিওটি দেখে নেটিজেনরা হতবাক। এ কোন মীর! তিনি যে মজা করতে পারেন তা কারোরই অজানা নয়। কিন্তু এই ভিডিওতে যেন সব সীমা পেরিয়ে গেলেন তিনি। পাজামা ছাড়া শুধু পাঞ্জাবি পরে খাটের উপরে উঠে নাচ ধরলেন মীর!

একটি নীল পাঞ্জাবি পরে অদ্ভূত অঙ্গভঙ্গি করে নাচতে দেখা গিয়েছে মীরকে। আশা ভোঁসলের গাওয়া ‘ত্রিমূর্তি’ ছবির ‘জানো যদি এ মন কী চায়’ গানটি গাইতে গাইতে নেচেছেন তিনি। তবে পাজামা ছাড়া মীরকে এমন ভাবছ নাচতে দেখে হোঁচট খেয়েছেন অনেকেই। এ কোন রূপ মীরের!
হঠাৎ এমন নাচের কারণ কী? ক্যাপশনে মীর লিখেছেন, ‘প্রিয় নায়িকাদের দেখে দেখে শিখেছি। খারাপ বললে দুঃখ পাবো কিন্তু। ‘ সঙ্গে আরো জানিয়েছেন, শুটিং করতে করতে যখন একঘেয়ে লাগে তখন এসব কাণ্ডই করেন মীর। কাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা। অনেকে প্রশ্ন করছে, মীরের আইডি কি হ্যাক হয়েছে? আবার কেউ কেউ রসিকতা করেছেন, গাঁজার নেশা চরম পর্যায়ে পৌঁছালে এসবই হয়।
https://www.instagram.com/reel/Cex7U-Zod_c/?igshid=YmMyMTA2M2Y=
অতি সম্প্রতি মীরের একটি মন্তব্য ব্যাপক ভাইরাল হয়েছিল নেটপাড়ায়। একজন বেশ কটাক্ষের সুরেই লিখেছিলেন, ‘আগে ভালভাবে শিক্ষা অর্জন করুন। তারপর সম্মানের জন্য স্টেজে দাঁড়াবেন।’ এমন গুরুগম্ভীর মন্তব্য দেখে একটু রসিকতা করার লোভ সামলাতে পারেননি মীর। সটান ক্ষমা চেয়ে তিনি লিখেছেন, ‘ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। চারটে পয়সার জন্য দাঁড়িয়েছিলাম। বাবা মায়ের ওষুধ কেনার টাকা নেই।’





Made in India