বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফের একবার আইপিএলের বিরুদ্ধে সরব হলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। সম্প্রতি আকাশছোঁয়া দামে আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে বিসিসিআই। এই মুহূর্তে আইপিএলে ৭৪ টি ম্যাচ করে হলেও ভবিষ্যতে ৯৪ টি করে ম্যাচ আয়োজনের ইচ্ছা তাদের। ২০২৩ এবং ২০২৪ সালে আইপিএলের ফরম্যাটে কোন পরিবর্তন হচ্ছে না। কিন্তু তারপর থেকে ম্যাচের সংখ্যা বাড়তে পারে। সেক্ষেত্রে আইপিএলের মেয়াদও বাড়বে প্রায় আড়াই মাস অবধি। আর এই জায়গাতেই নিজেদের আপত্তি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আইপিএলে বর্তমান ফরম্যাটে তার মেয়াদ বড়জোর দেড় মাস স্থায়ী থাকে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড চেয়ে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তার ফলে ভবিষ্যতে আইপিএলের মেয়াদ বেড়ে হবে মোট আড়াই মাস। আইপিএলের মিডিয়া স্বত্ব বিক্রির পর এমনই মন্তব্য করেছিলেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ।

ইতিমধ্যে আইসিসির সঙ্গে এই ব্যাপারে আলোচনা করেও নিয়েছে বিসিসিআই। জয় শাহ জানিয়েছেন যে সরকারিভাবে পরের আইসিসি এফটিপি ক্যালেন্ডারের আইপিএল এর মেয়াদ আড়াই মাস করে দেওয়া হবে। কিন্তু সেই নিয়মের বিরুদ্ধে এবার সরব হয়েছে পিসিবি। তাদের মতে আইপিএলের এই বাড়বাড়ন্ত আন্তর্জাতিক ক্রিকেটের পক্ষে একটা খুব খারাপ বিজ্ঞাপন হতে চলেছে।
সকলেই জানেন যে আইপিএলের প্রথম মরশুমে পর থেকে পাক ক্রিকেটাররা আর এই টুর্নামেন্টের অংশ হতে পারেননি। এখন যদি আইপিএলের মেয়াদ পারে তাহলে আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজ গুলির সংকটে পড়ে যাবে বলে দাবি পিসিবির। এর ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে পিসিবি। ইরাকি বারংবার দেখা গেছে যে বিভিন্ন বিদেশি খেলোয়াড়রা নিজের দেশের হয়ে ছোটখাটো সিরিজ খেলার পরিবর্তে আইপিএল খেলাকে বেছে নিয়েছেন। ফলে পাকিস্তান ওই আড়াই মাসে কোনও সিরিজ আয়োজন করতে গেলে তাতে ঝুঁকি বাড়বে। তাই এই নিয়ে সরব তাদের ক্রিকেট বোর্ড।





Made in India