বাংলা হান্ট ডেস্কঃ ঘরের ভেতর চার দেওয়াল হোক কিংবা স্কুল-কলেজ এবং অফিসে কাজের মধ্যে সারাদিনই ব্যস্ত থাকে মানুষ। ব্যস্তমুখর জীবনে আমাদের চারপাশে কি ঘটে চলেছে, তা এক প্রকার অজানাই থেকে যায়। তবে আমাদের চারধারের পরিবেশ সম্পর্কে অবগত করতে সাহায্য করে সোশ্যাল মিডিয়া নামক মাধ্যমটি। এর মাধ্যমে আমাদের নিকট গোটা বিশ্বের বিভিন্ন বৈচিত্রময় দৃশ্য ধরা দেয়। সারাদিন পৃথিবীতে কোথায় কি ঘটে চলেছে, সব এক মুহূর্তে জেনে যেতে পারি আমরা।
হাসির ভিডিও (Viral Video) থেকে শুরু করে বিভিন্ন সামাজিক বার্তাও প্রদান করে নেট মাধ্যম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিও ক্রমশ ছড়িয়ে পড়েছে, যার মাধ্যমে পশুপাখিদের প্রতি এক ব্যক্তির নিখাদ প্রেমের দৃশ্য উঠে এসেছে। এটি বর্তমানে প্রশংসা কুড়িয়েছে বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের।
pktakey নামক টুইটার একাউন্ট থেকে সম্প্রতি পোস্ট করা হয় একটি ভিডিও। ভিডিওটিতে একটি স্থানে বসে থাকতে দেখা যায় এক ব্যক্তিকে। তার কোলের মধ্যে ব্যাগের মতো একটি বস্তুও ধরা পড়ে এবং সেই স্থান জুড়ে তাকে ঘিরে থাকে একাধিক পশু পাখি। বিভিন্ন রকমের পাখি থেকে শুরু করে কাঠবিড়ালি সহ অন্যান্য প্রাণীদের উপস্থিতি নজরে পড়ে। ভিডিওর পরবর্তী অংশে তাদের উদ্দেশ্যে খাবার দিতেও দেখা যায় ওই ব্যক্তিকে।
ফলে ব্যক্তিটির পশু পাখিদের প্রতি এই ভালোবাসা চিত্র দেখেই আবেগপ্রবণ হয়ে পড়ে অনেকে। বর্তমান সময়ে দাঁড়িয়ে যখন মানুষ নিকট আত্মীয়র জন্য সময় বের করতে পারে না, সেই মুহূর্তে পশুপাখিদের প্রতি ভিডিওয় ব্যক্তিটির এই যত্ন সকলের নজর কেড়েছে। ব্যক্তিটির নাম সতপুরুষ ওয়াংখেড়ে বলে জানা গিয়েছে। অতীতেও পশু পাখিদের প্রতি তাঁর প্রেম সকলের নজর কাড়ে।
ते वेळेत पोहोचले नाही.तर ते रुसतात.पक्षी त्यांच्याशी गुजगोष्टीही करतात. गेल्या२० वर्षापासून सत्पुरुष वानखेडे नियमित अंबाझरी गार्डनमध्ये पशुपक्षांवर अशी माया करतात. निसर्गाशी समरस वानखेडेंचे पक्षी प्रेम असे अनुकरणीय.तरूण भारतचे पत्रकार मित्र शेलेष भोयर यांची हटके स्टोरी @vimshine pic.twitter.com/BwhI2Lkb0l
— Pktakey (@Pktakey) July 3, 2022
মধ্যপ্রদেশের এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে এবং সকলে কমেন্ট বক্সে নিজেদের ভালোবাসা উজাড় করে দিয়েছেন।
 
			 





 Made in India
 Made in India