বাংলা হান্ট নিউজ ডেস্ক: দু’দিন আগেই বিরাট কোহলির পাশে দাঁড়ানোর জন্য তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিল ক্রিকেট বিশ্ব। দুই দেশের সম্পর্কের কথা ভুলে ভারতীয় ক্রিকেট প্রেমীরা দরাজভাবে ধন্যবাদ জানিয়ে দিলেন বাবর আজমকে। দেরিতে হলেও প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও বাবর আজমকে তার বিশেষ বার্তার জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতের শুভকামনা দিয়েছিলেন। এক কথায় বলতে গেলে সকলের মন কেড়ে নিয়েছিলেন বাবর। এবার নিজের পেট হতেও সকলের মন কাড়লেন তিনি। গোল ইন্টার্নেশনাল ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে দুর্দান্ত শতরান করলেন পাকিস্তানি অধিনায়ক।
<span;>গলের মাটিতে দিনেশ চান্ডিমালের ১৭৬ রানের ইনিংসের ওপর ভর করে প্রথম ইনিংসে ২২২ রান তুলতে পেরেছিল শ্রীলঙ্কা। বাকি কোন শ্রীলঙ্কান ব্যাটারই খুব বেশি কিছু করে উঠতে পারেননি। পাকিস্তানের গল্পটাও একই রকম ছিল। বাবর আজমের ২৪৫ বলে ১১৯ রানের অসাধারণ ইনিংসের দৌলতেই পাকিস্তান স্কোরবোর্ডে ২১৮ রান তুলতে পেরেছিল।
<span;>বাবরের এই শতরানটি একটি বিশেষ কারণে খুবই বিশেষ হয়ে থাকবে। এক সময় ৮৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ফেলার পর প্রথমে ৯ নম্বরে নামা ইয়াসির শাহ, তারপরে ১০ নম্বরে নামা হাসান আলী এবং শেষে নাসিম শাহের সাথে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে নিজের দলকে খাদের কিনারা থেকে কিছুটা সুবিধাজনক জায়গায় নিয়ে আসেন বাবর। শেষ উইকেটে নাসিমের সাথে ৭০ রান যোগ করেন তিনি। ২১৬ বল খেলে নিজের শতরান পূর্ণ করেন।
<span;>অপরদিকে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত বোলিংয়ে দৌলতে বেকায়দায় ইংল্যান্ড। বাটলার ৬০ রান করে আউট হয়ে গিয়েছেন তিনি ছিলেন ইংল্যান্ডের এই ইনিংসে একমাত্র উজ্জ্বল সম্ভাবনা। সেই সঙ্গে টুর্ণামেন্টে প্রথমবার জেসন রয় কেউ নিজের স্বাভাবিক ছন্দে পাওয়া গিয়েছিল কিন্তু ৩১ বলে ৪১ রানের বেশি করতে পারেননি তিনি। প্রতিবেদনটি লেখার সময় ৩৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ইংল্যান্ডের স্কোর ২০২।
 
			 





 Made in India
 Made in India