বাংলাহান্ট ডেস্ক: ব্যস্ত শিডিউল বলিউড (Bollywood) তারকাদের। একটা কাজ শেষ করতে না করতে আরেকটা ছবিতে সাইন করে দেন তাঁরা। ব্যস্ততা এতটাই যে পরিবারের সঙ্গেও কথা বলার সময় পান না। অভিনেত্রী জাহ্নবী কাপুরের (Janhvi Kapoor) অবস্থা হয়েছে এমনি। বাবা, বোন, সৎ দাদা কারোর কাছেই দু দণ্ড কথা বলার সময় নেই। তাই নিজের পরিবারের লোকজনদের নিয়েই একটি ছবি বানাতে চান জাহ্নবী।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, তাঁর পরিবারের সবাই খুব কাজে ব্যস্ত। তবে তাতে তিনি খুশি যে সকলেই প্রচুর কাজ পাচ্ছে। কিন্তু এতে সমস্যা হয়েছে, একে অপরের সঙ্গে একটুও সময় কাটাতে পারছেন না তাঁরা। সকলেই নিজের নিজের জীবন, কাজ নিয়ে এতটাই ব্যস্ত যে পরিবারের জন্য কোনো সময় বেঁচে নেই।

জাহ্নবী জানান, নিজের বাবা বনি কাপুরের সঙ্গে সবথেকে বেশি সময় তিনি কাটিয়েছিলেন ‘মিলি’ ছবির শুটিংয়ের সময়ে। এছাড়া বাবার সঙ্গেও আলাদা করে কথা বলার সময় হয় না তাঁর। তাই সবদিক ভেবেচিন্তেই একটা উপায় বের করেছেন জাহ্নবী।
নিজের পরিবারের সদস্যদের নিয়েই একটি বানাতে চান তিনি। বাবা বনি কাপুর ছবির প্রযোজনা করবেন। আর অভিনয়ের জন্য জাহ্নবী নিজে, সৎ দাদা অর্জুন কাপুর এবং নিজের বোন খুশি তো রয়েছেই। খুশি কাপুর আপাতত নিজের ডেবিউ ছবির মুক্তির অপেক্ষায় রয়েছেন।
জাহ্নবী মজা করে বলেন, গোটা পরিবারকে একসঙ্গে আনার জন্য এর থেকে ভাল উপায় আর কিছু হতে পারে না। আর যেহেতু অভিনেতা অভিনেত্রীরা সব একই পরিবারের হবে, তাই ছবিটার নাম দেওয়া হবে ‘নেপোটিজম’।

প্রসঙ্গত, ‘ধড়ক’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন জাহ্নবী কাপুর। অভিনয়ের জন্য তেমন প্রশংসা না পেলেও কাজ কম নেই তাঁর হাতে। আগামীতে ‘গুড লাক জেরি’ ছবিতে দেখা যাবে জাহ্নবীকে। তাঁর বোন খুশি ডেবিউ করছেন ‘দ্য আর্চিস’ ছবি দিয়ে।





Made in India