বাংলা হান্ট নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা দুই ওয়ান ডে জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে শিখর ধাওয়ানের ভারত। কালকের জয়ের মূল নায়ক ছিলেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। বল হাতে কৃপণ বোলিং করে তিনি ব্যাট হাতে আগ্রাসী ব্যাটিং করে ভারতের জয় নিশ্চিত করেন। অভিনব কায়দায় এই জয় উদযাপন করেছেন ভারতের ক্রিকেটাররা যার মধ্যে সামিল হয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং-ও।
কাল ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩১২ রানের লক্ষ্য দুই বল বাকি থাকতেই তুলে নেওয়ার পর ভারতীয় দলের কিছু খেলোয়াড়রা মাঠে উদযাপন করলেন। এই সময়ে ভারতীয় লেগস্পিনার চাহালের একটি বিখ্যাত ভঙ্গির অনুকরণ করে দেখান সকলে যা ২০১৯ বিশ্বকাপের থেকেই বেশ জনপ্রিয় হয়েছিল। সেই ম্যাচে মাঠের বাইরে বসে চাহাল আরামকেদারায় বসার ভঙ্গিতে রোদ পোহাচ্ছিলেন। আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস সেই ছবিটি টুইট করেছে, যেখানে অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল এবং আবেশ খান মাঠে ওই বিশেষ ভঙ্গিতে আধশোয়া হয়ে আছেন। তবে এর মধ্যেও একটি বিশেষত্ব রয়েছে।
কিছুদিন আগে অভিনেতা রণবীর সিং একটি ম্যাগাজিনের জন্য একটি নগ্ন ফটোশুট করেছিলেন, যা নিয়ে বেশ আলোচনা চলছে গত কয়েক দিন ধরে। সেই ছবিটির রণবীরকে ফটোশপ করে এই ক্রিকেটারদের সঙ্গে জুড়ে দিয়েছে রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়া টিম তবে তাকে ভারতীয় দলের জার্সি গায়ে এডিট করে পরিয়ে দেওয়া হয়েছে।
Who did it best? 👀👇 pic.twitter.com/ymeyqlgSOM
— Rajasthan Royals (@rajasthanroyals) July 25, 2022
ম্যাচের কথা বলতে গেলে কাল রাতে দ্বিতীয় একদিনের ম্যাচে জিতে ২-০ ফলে এগিয়ে গিয়ে সিরিজ পকেটে পুরে ফেলেছে ভারত। অক্ষর ছাড়াও দুরন্ত পারফরম্যান্স করেছেন শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসনরা। ভারতের সামনে রানের পাহাড় গড়লেও এবং শুরুতে ভালো বোলিং করলেও ভারতীয় মিডল অর্ডার যাবতীয় চাপ সামলে ২ বল বাকি থাকতেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিয়েছিল ভারতকে। এর ফলে তৃতীয় এবং শেষ একদিনের ম্যাচ টি হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার।





Made in India