বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিককালে একের পর এক বিতর্কে ক্রমশ জড়িয়ে চলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Visvabharati University) নাম। সর্বপ্রথম ‘কালীপুজো’ এবং পরবর্তীতে এক পড়ুয়ার মৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় আর এবার মার্কশিট লোপাটের ঘটনায় পুনরায় একবার চাঞ্চল্য ছড়ালো বিশ্বভারতীতে। বিনয় ভবনের ডিপার্টমেন্ট থেকে কিভাবে মার্কশিট চুরি হতে পারে, তা নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন উঠে গিয়েছে।
উল্লেখ্য, কয়েক দিন ধরে বিশ্বভারতীর সকল পড়ুয়াদের মার্কশিট প্রদান করার কাজ শুরু হয়। তবে এর পরেই মার্কশিট চুরি হওয়ার ঘটনাটি প্রকাশ্যে আসে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দাবি, উক্ত ঘটনা সম্পর্কে ঊর্ধ্ব কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তবে আবার অপরদিকে, পুলিশের নিকট অভিযোগ দায়ের না করা প্রসঙ্গে শুরু হয়েছে বিস্তর জল্পনা। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে চুরির ঘটনা এড়ানো গেল না কিংবা পরবর্তীতে মার্কশিট চুরি হওয়া ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হতে চলেছে, এ বিষয়ে একাধিক প্রশ্ন উঠলেও এখনো পর্যন্ত কোনো স্পষ্ট উত্তর মেলেনি।

প্রসঙ্গত, সাম্প্রতিককালে বিশ্বভারতীতে বেশ কয়েকটি ইস্যু নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কয়েকদিন পূর্বেই কালীপুজো নিয়ে একটি লেকচার সিরিজের আয়োজন করা প্রসঙ্গে শুরু হয় বিতর্ক। যেখানে গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে ব্রাহ্মধর্ম পালন করা হয়, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মালা পর্যন্ত দেওয়া হয় না, সেখানে মা কালীর পুজো নিয়ে লেকচার সিরিজ আয়োজন করার বিষয় নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয় চাপান উতোর আর এবার মার্কশিট চুরির ঘটনায় পুনরায় একবার উত্তপ্ত হয়ে উঠল বিশ্বভারতীর পরিস্থিতি।





Made in India