বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC) মামলায় ইডির (ED) হাতে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারির পর থেকেই বঙ্গ রাজনীতিতে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। বর্তমানে বাংলায় সর্বত্র একই আলোচনাতে মেতেছে সকলে। প্রত্যেকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পার্থ-অর্পিতা জুটি। পার্থ ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে কোটি কোটি নগদ অর্থের পাশাপাশি একাধিক সোনা গয়না মেলে এবং পরবর্তীতে এই মামলায় অর্পিতার পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়, বর্তমানে এসকল ঘটনায় বিতর্ক ক্রমশ বৃদ্ধি পেয়ে চলেছে। শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায়কে দলের সকল পদ থেকে বহিষ্কার করার পাশাপাশি একাধিক তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতাকেও তাঁর বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে, যা সাম্প্রতিককালের রাজনৈতিক ইতিহাসে বেশ ‘বিরলতম’ দৃশ্য বলা যায়।
উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরে কুণাল ঘোষ থেকে শুরু করে তাপস রায় এবং অন্যান্য একাধিক তৃণমূল কংগ্রেস নেতা-নেত্রীদের পার্থের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে। গতকাল সেই ধারা বজায় রেখেই জলপাইগুড়ির এক তৃণমূল বিধায়ক বলেন, “এত টাকা আমি কোথায় পাব? আমি কি পার্থ চট্টোপাধ্যায়?” স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্যকে ঘিরে বর্তমানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
ঘটনাটি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের। এলাকায় প্রতি বছরই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেই মতো এ বছরেও টুর্নামেন্ট আয়োজন করার প্রস্তুতি হিসেবে গতকাল সন্ধ্যার দিকে একটি বৈঠক বসে। সূত্রের খবর, সেই বৈঠক চলাকালীনই চাঞ্চল্যকর মন্তব্য করে বসেন তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। উল্লেখ্য, উক্ত ফুটবল টুর্নামেন্টের বাজেটকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়।

এলাকার তৃণমূল কর্মীরা আগামী ৩ এবং ৪ ঠা আগস্ট, দুদিন ধরে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার বিষয়ে আবেদন জানায়। তবে এক্ষেত্রে বাজেট গিয়ে দাঁড়ায় প্রায় দুই লক্ষ টাকা! এরপরেই যখন খগেশ্বর রায়ের কাছে বিশাল অঙ্কের টাকা প্রদানের আবদার করা হয়, সেই মুহূর্তে তিনি বলেন, “আমি কি পার্থ চট্টোপাধ্যায়? এত টাকা কি করে পাবো?” পরবর্তীতে অবশ্য ৪ ঠা আগস্ট একদিনেই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে তৃণমূল বিধায়কের এই বক্তব্যকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।





Made in India