বাংলাহান্ট ডেস্ক : সমুদ্র সৈকতে তীরে স্বল্পবসনা নারীদের ভিড় একটি স্বাভাবিক ঘটনা। স্বল্প বসন পরিহিত যুবতী থেকে বয়স্ক মহিলা, সমুদ্র সৈকতের তীরে কখনো মিঠে রোদে গা গরম করেন কিংবা আমেজ নেন সমুদ্রের হাওয়ার। কিন্তু এই স্বল্প বসন পরিহিত মহিলাদের মাঝেই নজর কেড়ে নিলেন এক ভারতীয় নারী। পাশ্চাত্য সংস্কৃতি নয়, নিজের সনাতন সংস্কৃতিকে বজায় রেখে শাড়ি পরে সৈকতের তীরে নজর আকর্ষণ করলেন এই ভারতীয় মহিলা।
সমুদ্রের তীরে ইতি উতি ঘুরে বেড়াচ্ছেন অসংখ্য স্বল্প বসন পরিহিত বিদেশী নারী। তারই মাঝে আকর্ষণের কেন্দ্রবিন্দু এক ভারতীয় মহিলা। সেই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ছবিটি দেখে বোঝাই যাচ্ছে ইনি একজন ভারতীয়। উত্তর ভারতীয় স্টাইলে শাড়ি পরেছেন তিনি। মুখে এক চিলতে হাসি নিয়ে হেঁটে চলেছেন সমুদ্রের তীর ধরে। ঋষিকা গুর্জর নামে একজন টুইটার ব্যবহারকারী এই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “আরে, কাকিমা কোথায় পৌঁছে গেলেন!”
https://twitter.com/Rishikagurjjar/status/1561536172626567168?s=20&t=m0Zcg94MIvuw8xoiAGUPlw
ভারতবর্ষের মতো দেশে চিরকালই পাশ্চাত্য সংস্কৃতিকে নকল করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। সেই প্রবণতা অনুসরণ করে ভারত এমনকি বিদেশের মাটিতেও অনেক ভারতীয় নারী পাশ্চাত্য পোশাকে ঘোরাঘুরি করেন। সম্পূর্ণ নিজের দেশীয় স্টাইলে পোশাক পড়ে সৈকতের ধারে কেউ যে ঘোরাঘুরি করতে পারেন তা অনেকেই বিশ্বাস করতে পারেন না। সমুদ্রের ধারে ভাইরাল হওয়া এই মহিলাটির কাণ্ড দেখে নেট দুনিয়ায় অনেকেই তাকে বাহবা দিচ্ছেন।





Made in India