বাংলা হান্ট ডেস্কঃ শেষ রক্ষা হলো না! দীর্ঘ সময় ধরে চিকিৎসা চললেও শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়লেন ঝাড়খণ্ডের (Jharkhand) দুমকা শহরের কন্যা অঙ্কিতা। আগুনে পুড়ে শেষ পর্যন্ত মৃত্যু হল তাঁর। এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। এমনকি দুমকা শহরে প্রশাসনের তরফ থেকে ১৪৪ ধারা পর্যন্ত জারি করা হয়েছে।
ঘটনাটি ঝাড়খণ্ডের দুমকা শহরের। গত ২২ শে আগস্ট শাহরুখ নামে এক উন্মাদপাপ যুবক অঙ্কিতার শরীরে পেট্রোল ছেটানোর মাধ্যমে আগুন লাগিয়ে দেয়। পরবর্তীতে দেহের অনেকটা অংশ পুড়ে যাওয়ায় রাঁচির একটি নার্সিংহোমে ভর্তি করা হয় অঙ্কিতাকে। তবে দীর্ঘ প্রচেষ্টার পরেও বাঁচানো যায়নি তাঁকে। যুবকটি অঙ্কিতাকে ভালোবাসতো বলে জানা গিয়েছে।
এদিন অঙ্কিতার মৃতদেহ পৌঁছে যায় দুমকা শহরের তাঁর বাড়িতে। এই ঘটনায় ইতিমধ্যেই আতঙ্কিত এলাকাবাসী থেকে শুরু করে গোটা রাজ্য। এই ঘটনায় ক্ষুব্ধ জনতা সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা শুরু করে দিয়েছে। অঙ্কিতার পরিবারের সদস্য অভিযুক্তর ফাঁসির দাবি জানিয়েছেন। তাদের দাবি, যেভাবে অঙ্কিতার ওপর আক্রমণ চালানো হয়েছে, তাতে এলাকার সকল মেয়েরা ভীত সন্ত্রস্ত। এমনকি, অনেকে স্কুলে যেতে ভয় পাচ্ছে হলেও অভিযোগ সামনে আসছে।
এদিন পুলিশ প্রশাসনের তরফ থেকে গোটা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সম্পূর্ণ ঘটনা প্রসঙ্গে প্রশাসনের তরফে দাবি করা হয়েছে যে, এলাকায় শান্তি বজায় রাখার জন্য তারা তৎপর এবং ১৪৪ ধারা জারি রাখার মাধ্যমে যাতে শান্তি বিঘ্নিত না হয়, সেই প্রচেষ্টায় রয়েছেন তারা।

ইতিমধ্যেই সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্ৰকাশ করে চলেছে একাধিক মানুষ। তবে এর মাঝেই অভিযুক্তের কঠোর শাস্তি হওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছে প্রশাসন।





Made in India