বাংলাহান্ট ডেস্ক : উত্তপ্ত গুজরাটের (Gujarat) বদোদরা (Vadodara) শহর। জানা যাচ্ছে, এই শহরের একটি স্পর্শকাতর এলাকার উপর দিয়ে গণেশ মূর্তি নিয়ে একটি মিছিল যায়। এরপরই শুরু হয়ে হয়ে যায় দুই সম্প্রদায়ের মধ্যে অশান্তি। তবে এই ঝামেলায় কেউ হতাহত হয়নি। ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশ।
এক পুলিশ আধিকারিক জানান, সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে। বদোদরার সিটি পুলিশ থানায় দুই পক্ষের বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গায় উস্কানি দেওয়া এবং বেআইনি ভাবে জমায়েত হওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়। জানা গেছে এই ঘটনা সিটি পুরনো থানার অন্তর্গত পানিগেট দরওয়াজা এলাকায় ঘটেছে। দুই পক্ষের মধ্যে দু’একটি উত্তপ্ত বাক্য বিনিময় হতে হতেই বড় অশান্তির রূপ নেয়।

পুলিশ সূত্রে খবর, পানিগেট দরওয়াজা এলাকা সাম্প্রদায়িক ভাবে বেশ সংবেদনশীল। সোমবার রাত ১১ঃ১৫ নাগাদ গণেশ মূর্তি নিয়ে একটি মিছিল যাচ্ছিল। দুই পক্ষের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। তারপরই বড় ঝামেলার রূপ নেয়। যদিও এই ঘটনায় কারুর আহত হওয়ার খবর নেই। তবে পাথরের আঘাতে একটি ধর্ম স্থানের জানালার কাচ ভেঙে গেছে বলে জানা যাচ্ছে।
পুলিশ আধিকারিক জানান, যে সমস্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৩ অর্থাৎ বেআইনি জমায়েত, ১৪৭ অর্থাৎ সাম্প্রদায়িক দাঙ্গা, ৩৩৬ অর্থাৎ মানুষের জীবন নাশের চেষ্টা, এই কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী।

বদোদরার অতিরিক্ত পুলিশ সুপার চিরাগ কোরাডিয়া সংবাদমাধ্যমকে জানান, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকা শান্তিপূর্ণ। অপরাধ দমন শাখা তদন্ত শুরু করেছে। মানুষকে অনুরোধ করা হচ্ছে, তারা যেন কোনও রকম উস্কানিতে কান না দেন।’





Made in India